শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৯ মে, ২০২৫, ০১:২৯ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ট্যান্ড রিলিজের পর নিখোঁজ রাষ্ট্রদূত: অভিযোগ ও ফেসবুক পোস্টে ঘনীভূত রহস্য

নানা অভিযোগে রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) মো. ফয়সাল আহমেদকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে তাকে ঢাকায় রিপোর্ট করতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার শূন্যপদে (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) দায়িত্ব দেয়া হয়েছে দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) মো. নিয়াজ মোর্শেদকে। এ সংক্রান্ত আদেশের কপি পেয়েছে একটি জাতীয় দৈনিক। 

উল্লেখ্য, স্ট্যান্ডরিলিজের আদেশ জারির পর থেকে মন্ত্রণালয় ও মিশনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ফয়সাল। তার ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছে। 

যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব করার সরকারি সিদ্ধান্তের কড়া সমালোচনা করে সামাজিক যোগোযোগমাধ্যমে পোস্ট করেন মিস্টার আহমদ। তাছাড়া তার বিরুদ্ধে নারীঘটিত বিভিন্ন অভিযোগ রয়েছে। সেগুনবাগিচার সংশ্লিষ্টদের দাবি ফয়সাল আহমেদ সরকারি চাকরি বিধি লংঘন করেছেন। গত ২২শে মে ফয়সাল আহমেদ ফেসবুকে লিখেন, হ-য-ব-র-ল সেগুনবাগিচায় কে পররাষ্ট্র সচিব হবেন, নিশ্চিত নয়। একজন অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামকে ১০ জন সচিবকে ডিঙিয়ে কেন তড়িঘড়ি করে পররাষ্ট্র সচিব করা হচ্ছে তা বোধগম্য নয়। 

আসাদ আলম সিয়াম শেখ হাসিনার লয়ালিস্ট হিসেবে তিন বছর চিফ অব প্রটোকল ছিলেন। আওয়ামী লীগের ইন্টারেস্ট সার্ভ করার জন্যই পররাষ্ট্র উপদেষ্টা আসাদ আলম সিয়ামকে নির্বাচন সময়ে পররাষ্ট্র সচিব করতে চান। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি এবং স্ট্যান্ডরিলিজ পরবর্তী তার পদক্ষেপ বিষয়ে জানতে ম্যাসেঞ্জারে যোগাযোগের চেষ্টা হয় কিন্তু তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উৎস: মানবজমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়