শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ২০ মে, ২০২৫, ০২:৫৫ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্যাপ সংশোধনের দাবিতে রাজউক ঘেরাও

রাজউকের স্বেচ্ছাচারিতা, প্ল্যান পাসে অনিয়ম, ডিটেইলড এরিয়া প্ল্যান বা ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের দাবিতে রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২০ মে) সকাল সোয়া ৯টা থেকে মতিঝিলে রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে ভূমি মালিক, প্রকৌশলীসহ আবাসন খাত সংশ্লিষ্টসহ কয়েক হাজার ব্যক্তি অংশ নেন।

কর্মসূচি থেকে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর ড. দেওয়ান এম এ সাজ্জাদ বলেন, ‘নতুন ড্যাপের কারণে দুই লক্ষাধিক জমির মালিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আজ ঢাকার ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের সমন্বয়ে গঠিত ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজউক ঘেরাও কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজউকের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের লক্ষ্যে এ কর্মসূচি পালিত হচ্ছে।’

এ সময় আন্দোলনকারী রাজধানীর ভূমি মালিকরা অনতিবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে ড্যাপ সংশোধনের দাবি জানান।

তারা বলেন, ‘আজ বিপুল সংখ্যক জমির মালিকের সমাগম ঘটেছে। আমরা রাজউকে আসতে বাধ্য হয়েছি। কারণ এর আগে আমরা রাজউকের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। কিন্তু বারবার আমাদের দাবি অগ্রাহ্য করা হয়েছে।’ 

আজকের ঘেরাও কর্মসূচিতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার জন্য রাজউক দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়