শিরোনাম
◈ রৌমারীতে পাহাড়ি ঢলে সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে ৩০ হাজার মানুষ ◈ পাকিস্তানকে নরক বলে বিতর্কের ঝড় তুললেন জাভেদ আখতার ◈ অভিনয়ের জন্য হয়রানি? নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে প্রশ্ন ◈ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি নিয়োগে সার্চ কমিটি ◈ ভারতের নিষেধাজ্ঞায়  প্রথম দিনেই রফতানি কমেছে ৬০ শতাংস ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে আ‌রো এক‌টি ম্যাচ বাড়‌লো ◈ ১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ◈ আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই: সালাহউদ্দিন আহমদ ◈ সর্বনিম্ন এডিপি বাস্তবায়নে রেকর্ড গড়ল ২০২৪-২৫ অর্থবছর ◈ এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি সাময়িক স্থগিত

প্রকাশিত : ১৯ মে, ২০২৫, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি সাময়িক স্থগিত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে কলম বিরতি সাময়িক স্থগিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে গেল পাঁচ দিন ধরে এই কলম বিরতি চলছিল।
সোমবার (১৯ মে) রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

 সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সানুগ্রহ নির্দেশনায় সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পেয়েছি। ২০ মে (মঙ্গলবার) বিকেল সাড়ে তিনটায় এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অর্থ উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলীর কয়েকজন সম্মানিত সদস্য এতে অংশগ্রহণ করবেন বলে আমরা জেনেছি। আমরা বরাবরই বলেছি, আমরা আলোচনার জন্য প্রস্তুত এবং আমাদের একটি প্রতিনিধিদল সে আলোচনায় অংশগ্রহণ করবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই আলোচনার আহ্বানের প্রেক্ষিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এর কর্মসূচি আগামীকাল সাময়িক বিরতি থাকবে এবং আগামীকালের আলোচনার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
 
সংগঠনটির দাবিগুলো হল- জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা; রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা; এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারি আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব প্রশাসনের সংস্কার নিশ্চিত করা।
 
 সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ (কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত পরিষদ) আপনারা দেখেছেন, এই আন্দোলনকে বিভিন্নভাবে ট্যাগিং দেওয়ার চেষ্টা চলছে। এই আন্দোলন পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের সৃষ্টি, এহেন গুজব ছড়ানোর অপচেষ্টাও আমরা দেখছি। এই আন্দোলনকে নস্যাৎ করার এমন বানোয়াট ও অসত্য প্রচারণা আপনারা বিগত কয়েকদিনে প্রত্যক্ষ করেছেন।

বক্তব্যে আরও বলা হয়, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই আন্দোলন সবার, সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীর, এই আন্দোলন স্বতঃস্ফূর্ত। এ ধরনের মিথ্যা ট্যাগিং দিয়ে বা গুজব ছড়িয়ে এই যৌক্তিক আন্দোলনকে নস্যাৎ করা যাবে না বরং এই ধরনের মিথ্যাচার আন্দোলনকে আরও বেগবান করবে। যারা অসত্য ও বিকৃত তথ্য দিয়ে সংশ্লিষ্ট মহলকে বিভ্রান্ত করছে, সময়ই বলে দিবে তাদের এই অপপ্রচার কীভাবে ক্ষতিগ্রস্ত করছে এই সমাজ ও রাষ্ট্রকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়