শিরোনাম
◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ১০:৩৭ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

সিঙ্গাপুরের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরের সাধারণ নির্বাচনে টানা ৬৬ বছরের মতো ক্ষমতায় টিকে থাকলো পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৪ মে) বিকালে অন্তর্বর্তী সরকারের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে এই শুভেচ্ছা বার্তা জানানো হয়।

বার্তায় প্রধানমন্ত্রী লরেন্সের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, আপনার প্রাপ্য জয়ের জন্য আপনাকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বিজয় সিঙ্গাপুরের জনগণের জন্য আপনার দূরদর্শী ও দৃঢ় প্রচেষ্টা তা প্রমাণ করে। বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে উন্নয়ন অংশীদারত্ব এবং অর্থনৈতিক সম্পৃক্ততার শক্তিশালী বন্ধন রয়েছে, যা জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের মাধ্যমে আরও জোরদার হয়েছে। 

এতে বলা হয়, পারস্পরিক সুবিধার লক্ষে আমাদের অংশীদারত্বকে আরও জোরদার করে তুলতে আমি আপনার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।

প্রসঙ্গত সিঙ্গাপুরের পার্লামেন্ট নির্বাচনে আবারও জয় পেয়েছে পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। এর মধ্য দিয়ে টানা ৬৬ বছরের মতো দেশটির ক্ষমতায় টিকে থাকলো দলটি। এই জয়কে প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়ের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এক বছর আগে ক্ষমতা গ্রহণ করেছিলেন তিনি। শনিবার (৩ মে) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল অনুযায়ী, দেশটির পার্লামেন্টের ৯৭টি আসনের মধ্যে ৮৭টি পেয়েছে পিএপি। এছাড়া ৩৩টি নির্বাচনী এলাকার বেশিরভাগেই বিপুল ভোটে জয়ী হয়েছে দলটি।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এবারের নির্বাচনে ৬৫ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছে পিএপি। এর আগে ২০২০ সালের নির্বাচনে ৬১ শতাংশ ভোট পেয়েছিল তারা। ফলাফল ঘোষণার পরপরই পতাকা নেড়ে ও আনন্দ করে বিজয় উদযাপন করেন পিএপির সমর্থকরা। ১৯৫৯ সাল থেকে সিঙ্গাপুরের শাসনক্ষমতায় রয়েছে এই দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়