শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ১১:২৮ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি একই সময়ের মধ্যে যাবতীয় সংস্কার কার্যক্রমও চলবে বলেও জানিয়েছেন তিনি। 

শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় রোমের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা একাধিকবার স্পষ্টভাবে বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণেও এই বিষয়টি পরিষ্কার করেছেন। এরপর কোনো রাজনৈতিক দল কী বলল, সেটা সরকারের দেখার বিষয় নয়।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবি আমরা শুনছি। সংস্কার কাজ সম্পন্ন হলেই এবং জুলাই চার্টার সম্পন্ন হওয়ার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সরকার এ বিষয়ে যথেষ্ট সজাগ রয়েছে। অপ্রয়োজনীয় কারণে আমরা একদিনও দেরি করব না।

জনগণ অন্তর্বর্তী সরকারের মেয়াদ পাঁচ বছর দেখতে চায়-এমন প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, জনগণ চাইতেই পারে। তবে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় প্রেস সচিব প্রধান উপদেষ্টার রোম সফর নিয়েও কথা বলেন। 

তিনি জানান, পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশগ্রহণ এবং শেষ শ্রদ্ধা জানাতে ড. মুহাম্মদ ইউনূস সরাসরি দোহা থেকে রোমে পৌঁছান। পোপের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। বিশ্ব নেতাদের সঙ্গে তার সাক্ষাৎও হয়েছে বলেও জানান তিনি। পোপের শেষকৃত্যে অংশ নিতে বিশ্বের অন্তত ১৩০টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক। তিনি বলেন, ভ্যাটিকানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের প্রতিফলন ঘটেছে প্রধান উপদেষ্টার সফরের মাধ্যমে।

তিনি জানান, ইতালিতে বাংলাদেশি উদ্যোক্তাদের মাধ্যমে গার্মেন্টস খাতে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে একশর বেশি বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এছাড়া সিরামিকসহ অন্যান্য পণ্যও বাংলাদেশ থেকে ইতালিতে রপ্তানি হচ্ছে, ফলে বাংলাদেশের বাজার সম্প্রসারিত হচ্ছে।

এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম এবং রোম দূতাবাসের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়