শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

৯৪৭ বোতল ফেনসিডিল ও প্রাইভেট কারসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৯৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার ও  মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ নূর আলম (৪৪) ও মোঃ মোজাম্মেল হক (৩৮)।

বুধবার গভীর রাতে  যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে  তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাতে  ডিবি-লালবাগ বিভাগের  লালবাগ জোনাল  টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুটওভার ব্রিজের নিচে ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক কারবারি নূর আলম ও মোজাম্মেলকে ৯৪৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ হতে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য বিশেষ করে গাঁজা ও ফেনসিডিল  সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়