শিরোনাম
◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৩:১৭ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিন্ময় কৃষ্ণের জামিন প্রশ্নে রুল শুনানি ৩০ এপ্রিল

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না এ বিষয়ে করা রুলের শুনানির জন্য হাইকোর্ট আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছে।

বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ আজ শুনানির সময় রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সময় প্রার্থনার পর এই তারিখ দেন।

শুনানিকালে চিন্ময় কৃষ্ণের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য আদালতকে বলেন, তার মক্কেল শারীরিকভাবে অসুস্থ এবং বিচার ছাড়াই দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন। তাই তার জামিন প্রার্থনা করেন তিনি।

হাইকোর্ট তার জামিন বিষয়ে বলেন,  রুলের ওপর শুনানির পর এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন চেয়ে করা আবেদনের পর গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করে। রুলে বলা হয়, কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে ব্যাখ্যা দিতে হবে।

ওই দিন শুনানিকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ ও অনীক আর হক জামিনের বিরোধিতা করেন। তারা বলেন, জাতীয় পতাকার অবমাননার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকার রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দিয়েছে।

চিন্ময়ের পক্ষে অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য গত ১২ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন জমা দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়