শিরোনাম
◈ গোপালগঞ্জে কাদের গুলিতে চারজন নিহত? ◈ ফিরে দেখা ১৮ জুলাই: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১ ◈ ইরানে ফের হামলার পরিকল্পনা ইসরায়েলের ◈ ওবামা দম্পতির বিয়েবিচ্ছেদের গুজব উড়িয়ে মিশেল বললেন: "এক মুহূর্তের জন্যও বারাককে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি" ◈ কুমিল্লায় হত্যার রহস্য উন্মোচন: ঋণের টাকা পরিশোধ করতে অটো চালক বন্ধুকে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেফতার ◈ গোয়েন্দা ব্যর্থতায় হাসিনার পতন, কলকাতায় বসে দাবি হাছান মাহমুদের ◈ দুর্দান্ত খে‌লে‌ছে বাংলা‌দেশ নারী দল, ভুটান‌কে হারা‌লো ৩-০ গো‌লে ◈ ১৮ জুলাই যে পদ্ধতিতে ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা ◈ মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছর বয়সী দুই সন্তানের জননী

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৩:১৭ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিন্ময় কৃষ্ণের জামিন প্রশ্নে রুল শুনানি ৩০ এপ্রিল

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না এ বিষয়ে করা রুলের শুনানির জন্য হাইকোর্ট আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছে।

বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ আজ শুনানির সময় রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সময় প্রার্থনার পর এই তারিখ দেন।

শুনানিকালে চিন্ময় কৃষ্ণের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য আদালতকে বলেন, তার মক্কেল শারীরিকভাবে অসুস্থ এবং বিচার ছাড়াই দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন। তাই তার জামিন প্রার্থনা করেন তিনি।

হাইকোর্ট তার জামিন বিষয়ে বলেন,  রুলের ওপর শুনানির পর এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন চেয়ে করা আবেদনের পর গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করে। রুলে বলা হয়, কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে ব্যাখ্যা দিতে হবে।

ওই দিন শুনানিকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ ও অনীক আর হক জামিনের বিরোধিতা করেন। তারা বলেন, জাতীয় পতাকার অবমাননার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকার রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দিয়েছে।

চিন্ময়ের পক্ষে অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য গত ১২ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন জমা দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়