শিরোনাম
◈ ছুটির দিনে ভোটের মাঠে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ আর আশ্বাস ◈ মনোমালিন্যের জেরে চট্টগ্রামে প্রেমিককে কুপিয়ে টুকরো টুকরো করল প্রেমিকা ◈ তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসিফ মাহমুদের ◈ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা: নারী-শিশুসহ নিহত ২৭ ◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ১১:৫২ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ককে সেরা দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে অবহিত করেন প্রধান উপদেষ্টা

মনিরুল ইসলাম: বাংলাদেশে সফররত মার্কিন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষ্যকালে  আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। একই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। 

একই ইস্যুতে প্রতিনিধি পৃথক বৈঠক করেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গেও। উভয় বৈঠকে গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা ইস্যু। 

আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক, অ্যান্ডু হেরাপ এবং ঢাকার মার্কিন দূতাবাসের হেড অব মিশন ট্রেসি অ্যান জ্যাকবসন। এ সময় বৈঠকেজাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। 

মার্কিন প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে সমর্থন পুনর্ব্যাক্ত করেন। এ সময় মার্কিন প্রতিনিধি দল ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন। 

প্রধান উপদেষ্টা সম্প্রতি মিয়ানমার সরকার কর্তৃক ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে দেশটিতে ফেরতযোগ্য বলে চিহ্নিত করার ঘটনাকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেন। 

চুলিক বলেন, রোহিঙ্গা সমস্যা বিচ্ছিন্ন কোনো সমস্যা নয় বরং এটিকে সমগ্র মিয়ানমারের প্রেক্ষাপটে দেখায় আমরা আপনার প্রশংসা করি। 

এ সময় আঞ্চলিক সহযোগিতা, সংযোগ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টিভঙ্গিরও প্রশংসা করেন মার্কিন প্রতিনিধি দল। 

প্রধান উপদেষ্টা দুই দেশের সম্পর্ককে সেরা দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে অবহিত করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকার আরও নিবিড়ভাবে কাজ করবে বলেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

এ সময় রোহিঙ্গাদের জন্য সহায়তা পুনরায় চালু করা এবং পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করায় ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। 

তিনি বলেন, আমরা তার বাণিজ্য কার্যক্রমকে সহায়তা করতে আমাদের কাজ অব্যাহত রাখবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়