শিরোনাম
◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি অত্যন্ত আনন্দিত যে আজ আমি বাংলাদেশের এই ঐতিহাসিক জেলায় আসতে পেরেছি: ইরানের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি বলেছেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, এবং আমরা চাই এই সম্পর্ক আরও গভীর হোক। শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য ও প্রযুক্তি খাতে আমাদের দু’দেশের মধ্যে সহযোগিতার অপার সম্ভাবনা রয়েছে। আজ রোববার সকালে  সাড়ে ১১টার দিকে বগুড়া চেম্বার অফ কমার্স মিলনায়তনে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে আজ আমি বাংলাদেশের এই ঐতিহাসিক জেলা বগুড়ায় আসতে পেরেছি। এটি একটি চমৎকার জায়গা, এবং এখানকার মানুষের আতিথেয়তা আমাকে হৃদয় থেকে স্পর্শ করেছে।

সভায় সভাপতিত্ব করেন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, এতে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাহউদ্দিন তানভীর, চেম্বারের পরিচালক হাসান আলী আলালসহ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

তিন দিনের সফরে ইরানের রাষ্ট্রদূত বগুড়া এসে সরকারি বেসরকারি বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান বগুড়ার মহাস্থানগড়সহ ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করেছেন।

ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে রাষ্ট্রদূত সফরের আয়োজনকারীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ ও ইরানের বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়