শিরোনাম
◈ ২৯ জুলাই বাংলাদেশকে চূড়ান্ত শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের ◈ বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে চীনা মেডিকেল টিম ঢাকায় ◈ ৩৭তম বিয়ে করতে এসে ধরা পড়লেন এক প্রতারক, তারপর যা ঘটল ◈ সায় ছিলো না ভারতের, বাতিল হলো দিল্লিতে পলাতক আওয়ামী নেতাদের সংবাদ সম্মেলন! ◈ এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড ◈ দুদককে চ্যালেঞ্জ দিয়ে জয় বললেন: মিথ্যা অভিযোগে ভয় পাই না, আইনিভাবে মোকাবিলা করব ◈ ৩০ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ◈ জাতিসংঘ কার্যালয় স্বার্থ বিবেচনায় স্থাপন, চীনের প্রকল্পে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভারতের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক: পররাষ্ট্র উপদেষ্টা ◈ বাংলা‌দেশ-পা‌কিস্তান তৃতীয় ম‌্যা‌চের টিকিট বিক্রির টাকা বিমান দূর্ঘটনায় আহতদের দিচ্ছে বিসিবি ◈ বাংলা‌দে‌শের অবিশ্বাস্য ব্যাটিং ধ্বস, হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো পাকিস্তান

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১১:১৬ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মাসুদ আলম

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তারে লাগবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলাগুলোর আসামিদের গ্রেপ্তারে এখন থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

গত বৃহস্পতিবার মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হাসান। তাঁর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, এসব মামলায় এজাহারনামীয় ও তদন্তে উঠে আসা আসামির সংখ্যা বেশি হওয়ায় গ্রেপ্তারের আগে যথাযথ অনুমোদন নেওয়া আবশ্যক।

তিনি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলন–সংক্রান্ত মামলায় যাঁদের বিরুদ্ধে তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, তাঁদের বিচারের আওতায় আনা হচ্ছে। তবে নিশ্চিতভাবে নিরপরাধ কাউকে যেন হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।”

এই বিষয়ে তিনি আরও জানান, পুলিশ কমিশনারের নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের হয়রানি বা অপব্যবহার না ঘটে।

এর আগে গত ৫ ডিসেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সাংবাদিকদের বলেছিলেন, “জুলাই বিপ্লবের পর অনেকেই মিথ্যা মামলা করেছেন। তবে এসব মামলায় নিরীহ কাউকে হয়রানি করা হবে না কিংবা তাঁদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে না। ৫ আগস্টকে কেন্দ্র করে কিছু প্রতারণা, হয়রানি ও বাণিজ্য হয়েছে—এসব বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।” সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়