শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১১:১৬ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তারে লাগবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলাগুলোর আসামিদের গ্রেপ্তারে এখন থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

গত বৃহস্পতিবার মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হাসান। তাঁর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, এসব মামলায় এজাহারনামীয় ও তদন্তে উঠে আসা আসামির সংখ্যা বেশি হওয়ায় গ্রেপ্তারের আগে যথাযথ অনুমোদন নেওয়া আবশ্যক।

তিনি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলন–সংক্রান্ত মামলায় যাঁদের বিরুদ্ধে তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, তাঁদের বিচারের আওতায় আনা হচ্ছে। তবে নিশ্চিতভাবে নিরপরাধ কাউকে যেন হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।”

এই বিষয়ে তিনি আরও জানান, পুলিশ কমিশনারের নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের হয়রানি বা অপব্যবহার না ঘটে।

এর আগে গত ৫ ডিসেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সাংবাদিকদের বলেছিলেন, “জুলাই বিপ্লবের পর অনেকেই মিথ্যা মামলা করেছেন। তবে এসব মামলায় নিরীহ কাউকে হয়রানি করা হবে না কিংবা তাঁদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে না। ৫ আগস্টকে কেন্দ্র করে কিছু প্রতারণা, হয়রানি ও বাণিজ্য হয়েছে—এসব বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।” সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়