শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ০১:২১ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরী জামিন পায় আর আমি ৩২৩ ধারার মামলায় জামিন পাই না: ব্যারিস্টার সুমন (ভিডিও)

নিজেকে বৈষম্যের শিকার বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমন।  তিনি বলেছেন, ‘সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে ৬ টা হত্যা মামলা তাও উনি জামিন পেয়েছেন।  আমার বিরুদ্ধে কোনো হত্যা মামলা নেই তাও আমি জামিন পাই না, আমি বৈষম্যের শিকার।'

সোমবার (০৭ এপ্রিল) দুপুরে মামলার শুনানির জন্য হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমনকে।  শুনানি শেষে বিচারক কামরুল ইসলাম ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।  আদালতের রায়ের পর সুমনকে কারাগারে নেয়ার পথে এসব কথা বলেন তিনি।

জানা গেছে, চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলা হয়। পরে গত বছরের ১১ সেপ্টেম্বর দায়ের করা এ মামলায় সায়েদুল হকসহ ৯৭ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।  অজ্ঞাতনামা আসামি ২০০ জন।  এ মামলা ছাড়া সায়েদুল হকের বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

এর মধ্যে রাজধানীর মিরপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলায় গত বছরের ২১ অক্টোবর গ্রেপ্তার করা হয় সায়েদুল হককে।  গ্রেপ্তার হওয়ার পর থেকেই তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। দুই দিন আগে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে আনা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চুনারুঘাটে হামলার ঘটনায় করা মামলার শুনানি ছিল সোমবার।  বেলা দুইটার দিকে বিশেষ নিরাপত্তার মাধ্যমে সায়েদুল হককে আদালতে আনে পুলিশ।  এ সময় আদালত প্রাঙ্গণে ভিড় জমে যায়।  হবিগঞ্জ জুডিশিয়াল আদালতে হাজির করার পর সায়েদুল হকের পক্ষ থেকে জামিন চাওয়া হয়।  শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালতের বিচারক মো. কামরুল ইসলাম।  আসামিকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়