শিরোনাম
◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে 

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাচার হওয়া অর্থ ফেরাতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে সরকার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলংকার সহায়তা কামনা করেছেন। থাইল্যান্ডের ব্যাংককে শুক্রবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের সাইডলাইনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমরাসুরিয়ার সঙ্গে বৈঠককালে তিনি এ সহায়তা কামনা করেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুই দেশের এই শীর্ষ নেতারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দক্ষিণ এশিয়ার এই দুই মিত্র দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা আরও বিস্তারের অঙ্গীকার করেন।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী চুরি হওয়া অর্থ উদ্ধারে তার দেশের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি জানান, শ্রীলঙ্কার সংসদ এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে একটি নতুন আইন অনুমোদন করেছে।

এসময় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহায়তা কামনা করেন।

বৈঠকে দুই নেতা ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান সম্পর্কেও আলোচনা করেন এবং দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করার গুরুত্ব তুলে ধরেন।

ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমূলক কর্মসূচি এবং আসন্ন নির্বাচন সংক্রান্ত পরিকল্পনা তুলে ধরেন, যা ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়