শিরোনাম
◈ মোবাইল হ্যাকিংয়ের শিকার মোল্লাহাটের ইউএনওসহ সরকারি কর্মকর্তারা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান ◈ কুমিল্লার লালমাইয়ে বিয়ের নাম ভাঙ্গিয়ে বরপক্ষকে মারধর ও লুটপাটের ঘটনায় কনে পক্ষের বিরুদ্ধে থানায় মামলা ◈ এবার এআই ব্যবহার করে পুঁজিবাজারে প্রতারণা, বিনিয়োগকারীদের বিএসইসির সতর্কবার্তা ◈ ডিপ্লোমা-বিএসসি ইঞ্জিনিয়ারদের সংকট সমাধানে কাজ করছে সরকার: উপদেষ্টা ◈ রাতে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ টি-টো‌য়ে‌ন্টি ফর‌মে‌টের জাতীয় ক্রিকেট লিগ ১৪ সেপ্টেম্বর শুরু হবে, সূচি প্রকাশ ◈ ক‌ঠিন প্রতিপক্ষ বাংলাদেশ‌কে হারা‌নো ক‌ঠিন: নেদারল‌্যান্ডস অ‌ধিনায়ক এডওয়ার্ডস ◈ অস্ত্র পরিষ্কারের সময় রাজশাহী পুলিশের এক কর্মকর্তা গুলিবিদ্ধ ◈ পুরাতনকে বিতাড়িত করেছি, এবার নতুন ইস্যু: মোহাম্মদ তাহের ◈ যারা নির্বাচনে বাধা দেবে তারাই ক্ষতিগ্রস্ত হবে: বিএনপি মহাসচিব

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০৩:৪৯ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঠ পর্যায়ে সার্ভার স্টেশনসহ অফিস সম্প্রসারণের নির্দেশ ইসির

সারাদেশে মাঠ পর্যায়ের ৬০টি নির্বাচন অফিস সম্প্রসারণ করতে গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সার্ভার স্টেশনের জন্য এই অফিসগুলো সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (১৬ মার্চ) জানা যায়, ইসির সহকারী প্রধান খ. ম. আরিফুল ইসলাম এই অফিসগুলো সম্প্রসারণে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে সম্প্রতি চিঠি দিয়েছেন।

ইসি জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের অফিস ভবনগুলোর সম্প্রসারণের লক্ষ্যে সিনিয়র সচিবের সভাপতিত্বে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (গণপূর্ত অধিদপ্তর), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) ও সহকারী স্থপতি (স্থাপত্য অধিদপ্তর) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গত ১৩ ফেব্রুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা পাঠানো হয়েছে।

ইসি জানায়, ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা পর্যায়ে ৫১টি জেলা সার্ভার স্টেশন (এফ টাইপ) ও ৯টি আঞ্চলিক নির্বাচন অফিস (সি ও ডি টাইপ) এর ঊর্ধ্বমুখী সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

জেলা সার্ভার স্টেশনগুলো বর্তমান স্পেসের চেয়ে অতিরিক্ত ২টি ফ্লোর এবং আঞ্চলিক সার্ভার স্টেশনগুলো বর্তমান স্পেসের চেয়ে অতিরিক্ত ২টি ফ্লোর নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে চিঠিতে। উৎস: চ্যানেল আই অনলাইন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়