শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ১২:১৪ রাত
আপডেট : ২৯ জুন, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরস্কার ঘোষণা করা শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রেপ্তার

চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশকে হত্যার হুমকি দেওয়া তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ঢাকার বসন্ধুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ এই তথ্য নিশ্চিত করেছেন। তবে পুরো বিষয়টি আরও বিস্তারিতভাবে পরে গণমাধ্যমকর্মীদের জানাবেন বলেও জানিয়েছেন তিনি। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলাম জানান, সন্ত্রাসী সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আনতে চট্টগ্রাম পুলিশের একটি দল নিয়ে তিনি ঢাকার পথে আছেন। 

‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ হিসেবে পরিচিত এই সন্ত্রাসীর বিরুদ্ধে খুন, হামলা, চাঁদাবাজির অনেকগুলো অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন আমিরুল ইসলাম। সাজাদকে ধরতে কয়েকমাস ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুলিশ। কয়েকমাস আগে সাজ্জাদের খোঁজে পুলিশি অভিযানের পর ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে থানার ওসিকে পিটিয়ে হত্যার হুমকি দেওয়ার দুই দিনের মাথায় তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়।

হাটহাজারি উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ হোসেন নগরীর বায়েজিদ, অক্সিজেন, চান্দগাঁও এলাকায় ‘ছোট সাজ্জাদ’ বা ‘বুড়ির নাতি’ হিসেবে পরিচিত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়