শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০১:৪০ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

বেতন ভাতাসহ অন্যান্য সমস্যা নিয়ে মহাসড়কে বাধা সৃষ্টি করা যাবে না: আইজিপি

মাসুদ আলম : ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের কথা চিন্তা করে বেতন ভাতাসহ অন্যান্য সমস্যা নিয়ে মহাসড়কে বাধা সৃষ্টি করা যাবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টায় গাজীপুর শিল্প পুলিশ কার্যালয় মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মহাপরিদর্শক বাহারুল বলেন, ঈদের আগে বেতন ও বোনাসের অধিকার সবারই থাকে। যেসব কারখানা বেতন বোনাস নিয়ে গড়িমসি করে তাদের আমরা সব সময় সতর্ক করে থাকি। কিন্তু শ্রমিকরা হুটহাট করে সড়কে নেমে জনগণের চলাচলে বাধা সৃষ্টি করেন; এটা করবেন না দয়া করে। এ বিষয়ে আইনেও উল্লেখ রয়েছে। আমরা আপনাদের বারবার সেটাই মনে করিয়ে দিচ্ছি।

তিনি বলেন, আপনাদের যে কোনো সমস্যা আমাদের জানান, পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। আশা করি, সব সমাধান হয়ে যাবে ৷তাছাড়া পুলিশ তাদের নিজ নিজ অবস্থানে থেকে দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে।

আইজিপি বলেন, ঈদের সময়ে ঢাকাসহ আশপাশের জেলাগুলো অনেকটাই ফাঁকা হয়ে যায়৷ ওই সময়টায় যাতে চুরি ডাকাতিসহ অন্যান্য ঘটনা না ঘটে তার জন্য আমাদের পুলিশ বাহিনী বিশেষভাবে নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। 

এছাড়াও ঈদ যাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালনে প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান, গাজীপুরের পুলিশ সুপার ডা. জাবের সাদিক, শিল্প পুলিশ সুপার একে এম জহিরুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়