শিরোনাম
◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে? ◈ কক্সবাজার বিমানবন্দরে কুকুরের ধাক্কায় অল্পের জন্য দুর্ঘটনা এড়াল ইউএস-বাংলার ফ্লাইট ◈ ভালোবাসার টানে বাংলাদেশে আসা চীনা নাগরিক বিয়ে না করে যে কারণে দেশে ফিরছেন ◈ দুই বি‌লিয়ন ডলা‌রে বিক্রি হবে আই‌পিএ‌লে বর্তমান চ‌্যা‌ম্পিয়ন  আরসিবি ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ১, আহত ৯ ◈ পিএসজিতে দুই মওসুম কাটা‌লেও মোটেও উপভোগ করেননি মেসি ◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও)

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০১:২৭ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মাসুদ আলম

৩৪টি চোরাই মোবাইলসহ সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার

মাসুদ আলম : রাজধানীর পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪টি চোরাই মোবাইল ফোনসহ সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ আকাশ আলী (২৩)। 

বৃহস্পতিবার রাত সোয়াা ১১টায়  পল্লবী থানার ১১ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের ই-ব্লকের লালমাটিয়া শেখ কামাল উচ্চ বিদ্যালয় মার্কেটের শান্ত মোবাইল দোকানের সামনে কতিপয় ব্যক্তি চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করছে এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পল্লবী থানার কুইক রেসপন্স টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় আকাশকে গ্রেফতার করা হয়। এসময় কয়েকজন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আকাশের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২০টি স্মার্ট ফোন ও ১৪টি বাটন ফোন উদ্ধার করা হয়। যেগুলোর আনুমনিক মূল্য দুই লাখ ৫৫ হাজার টাকা। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আকাশ আলী ও তার সহযোগিদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে। 

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আকাশ ও পালিয়ে যাওয়া তার সহযোগিরা সংঘবদ্ধ মোবাইল ফোন চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন স্থান হতে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে পল্লবী এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়