শিরোনাম
◈ স্বামীর দীর্ঘ ১৭ বছর পর মুক্তিতে যা বললেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ◈ চোখ বেঁধে ঢাকা থেকে চট্টগ্রামে, মদ্যপ অবস্থায় জিজ্ঞাসাবাদ চলে লাথি চড় থাপ্পড় ◈ নির্বাচন কমিশনের অধীনে থাকছে জাতীয় পরিচয়পত্র সেবা: সিইসি ◈ ভারত-পাকিস্তান বাগযুদ্ধ! ◈ দ্রুত বাংলাদেশে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র-ভারত: দিল্লির বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ◈ ৫০ জনের মৃত্যুর শঙ্কা স্পেন যাওয়ার পথে, ৪৪ জনই এশিয়ার ◈ সাইফ আলী খানের ওপর হামলার চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ ৯৯ শতাংশ শেষ থার্ড টার্মিনালের কাজ, নভেম্বরে উদ্বোধন ◈ খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন, তারেক রহমানের দুই বাধা ◈ ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কিনা, যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ০১:৫৫ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেনশনভুক্তরাও এবার থেকে মহার্ঘ ভাতা পাবেন

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা শিগগিরই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান। তিনি বলেছেন, ‘আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেত না, এবার পাবে।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মোখলেসুর রহমান বলেন, ‘মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের। তবে আমিও একজন মেম্বার। ইতোমধ্যেই দুইটা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিগগিরিই হবে।তবে এবার ব্যতিক্রম হবে।’

সিনিয়র সচিব বলেন, ‘আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেত না, এবার পাবে। একটা রিজেনেবল পাবে। পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে।’

এই বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর হবে কিনা এ প্রশ্নে তিনি বলেন, ‘এ বাজেটে মানে ৩০ জুনের মধ্যে, আমি বলব অবশ্যই এর মধ্যে হবে। তার আগে হবে ইনশাআল্লাহ।’

পার্সেন্টের বিষয়ে মোখলেসুর রহমান বলেন, এ বিষয়ে অর্থ উপদেষ্টা বা অর্থসচিবকে জিজ্ঞেস করেন। তারা বলতে পারবে।

কোন মাস থেকে ধরা হবে সে বিষয়ে সচিব বলেন, অনুমান করে বলা ঠিক হবে না। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থসচিব পরিষ্কার করে বলতে পারবেন। উৎস: দৈনিক আমাদের সময়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়