খুররম জামান: [২] পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত এন্টিগুয়া ও বারবুডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে সমসাময়িক বিষয়ে বক্তব্যদানকালে এসব কথা বলেন।
[৩] পররাষ্ট্র মন্ত্রী বলেন, বাংলাদেশ যে কোনো যুদ্ধের বিরুদ্ধে। পৃথিবীতে সমস্থ যুদ্ধ বিগ্রহ শেষ হোক আমরা চাই। গাজায় নারী শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। মানবাধিকার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হচ্ছে সেটি বন্ধ হোক সেটি আমরা চাই।
[৪] তিনি বলেন, ইসরায়েল সিরিয়াতে ইরানি দূতাবাসে আক্রমণের করার পরিপেক্ষিতে ইরান এ আক্রমণ করার সুযোগটা পেয়েছে। এ আক্রমণটা হত না। এটি ইরান নিজে বলেছে। তার প্রতি আক্রমণ করেছে। যে রাষ্ট্রগুলো ভূমিকা রাখতে পারে তারা যথাযথ ভূমিকা রাখবে ইরান ও ইজরায়েল মধ্যে উত্তেজনা প্রশমিত করতে এবং গাজায় যে নির্বচারে মানুষ হত্যা করা হচ্ছে তা বন্ধ রাখতে ভূমিকা রাখবে। সম্পাদনা: এম খান
এসবি২
আপনার মতামত লিখুন :