শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০৮:২১ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৩, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কানাডায় দোয়া মাহফিল 

কানাডা আলবার্টা প্রভিন্স বিএনপি

কানাডা প্রতিনিধি: বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনস সভা করেছে কানাডা আলবার্টা প্রভিন্স বিএনপি।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ মে) আলবার্টা প্রভিন্সের ক্যালগেরি শহরের বাংলাদেশ সেন্টারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আলবার্টা প্রভিন্স বিএনপির সভাপতি প্রকৌশলী জাহিদ খান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর মৃধা। 

এসময় আলমগীর মৃধা বলেন, জাতির এই ক্রান্তিকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করে আলবার্টা বিএনপিকে অতীতের ন্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের  ডাকে সাড়া দিয়ে চলমান আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। 

এতে প্রধান বক্তা ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সরকার এম শাহীন। স্বাগত বক্তব্য রাখেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাসুদ হোসেন।

সভাপতির বক্তব্যে জাহিদ খান সবুজ বলেন, শহীদ জিয়াউর রহমান বারবার দেশের ক্রান্তিলগ্নে ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন। 

আরও বক্তব্য রাখেন, আলবার্টা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান ইলিয়াস, আলবার্টা বিএনপির সহ সভাপতি কৃষিবিদ মোহাম্মদ খলিলুর রহমান শম্পা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সাইফুল আলম মিশন, রাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক ফজলে দারাইন প্রমুখ। 
 
অনুষ্ঠানের সঞ্চালনা করেন, মোহাম্মদ রশিদ রিপন।  কোরআন থেকে তেলাওয়াত করেন মসিহউজ্জামান রোমেল। মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা ফজলে দারাইন।

এসএম/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়