শিরোনাম
◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয় ◈ শালীর সঙ্গে প্রেমের সম্পর্ক, বিয়ে হওয়ায় জমে ওঠে তীব্র ক্ষোভ শালীর স্বামীকে ডেকে খুন ◈ তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল  ◈ ১৩ তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য মুখিয়ে আছে ১৮ কোটি মানুষ : জামায়াত আমির ◈ ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান ◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ মে, ২০২৩, ১১:৩৭ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৩, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিক্ষোভ

জুবায়ের আহমদ, লন্ডন: রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পূর্ব লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।

সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সত্বেও স্বাধীনতা বিরোধী অপশক্তি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার দুঃসাহস কোথা থেকে পায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ্য করার জন্য বিএনপি, জামায়াত চক্র নানান ষড়যন্ত্র করছে।

বক্তারা বিএনপি জামায়াত জোটের উদ্দেশ্যে আরো বলেন, ১৯৭৫ সালে ১৫ আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে এই বিএনপি জামায়াত চক্র রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলো। বিএনপি ও জামায়াত চক্র প্রধানমন্ত্রীকে হত্যার হুমিক দিয়ে ক্ষমতায় আসতে চায়। 

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্ততা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, শামসুদ্দিন মাস্টার, সিতাব চৌধুরী, যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, আলহাজ্ব নুরুল হক লালা মিয়া প্রমুখ।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়