এহসানুল হক সাগর, আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে তিন দিনব্যাপী বইমেলা ও বঙ্গ-সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবে গণমাধ্যমকর্মী হিসেবে ভূমিকা রাখায় সম্মাননা স্মারক ক্রেস্টে ভূষিত হয়েছেন প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) এর প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ ওবায়দুল হক মানিক।
গত শুক্রবার (১৮ নভেম্বর) দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনফারেন্স রুমে এ সম্মাননা প্রদান করা হয়।
সাংবাদিক ওবায়দুল হক মানিককে এ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের মান্যবর কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন লেবার কাউন্সিলর ফাতেমা জাহান, শ্রম কাউন্সিলর ফকির মনোয়ার। আরো উপস্থিত ছিলেন- প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সভাপতি শিবলী সাদিক। সাংবাদিকদের মাঝে আরো সম্মাননা ও ক্রেস্ট পেয়েছেন প্রবাসী সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ, ওসমান চৌধুরী, মইনুল ইসলাম,খোরশেদ আলম, শামসুল ইসলাম, খালেদ হোসেন রনি প্রমুখ।
এএইচএস/এইচএ