যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো এলাকায় বর্ণবাদী হামলার শিকার হয়েছেন বাংলাদেশি মুসলিম যুবক ইফতি। এ সময় তার মা বোরকা পরায় তাকে শারীরিকভাবে আক্রমণ করে রক্তাক্ত করে দুষ্কৃতকারীরা। শুক্রবার এই ঘটনাটি ঘটে।
ইফতি এবং তার মা পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় বসবাস করেন। তারা হিথ্রো বিমানবন্দরে যাওয়ার পর ফেরার পথে খাবারের জন্য একটি জায়গায় যান। সেখানে গাড়ি থামানোর পর দুষ্কৃতকারীরা মায়ের বোরকা দেখে তাদের প্রতি বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী গালাগাল শুরু করে।
মাকে নিয়ে বাজে মন্তব্যের প্রতিবাদ করায় ইফতির ওপর আক্রমণ শুরু হয়। এক ব্যক্তি বেইজবল ব্যাট দিয়ে ইফতির মাথায় আঘাত করে এবং তাকে পিটিয়ে রক্তাক্ত করে। হামলাকারীরা মুসলিমবিদ্বেষী গালাগালও করেন।
ঘটনার সময় আশপাশের কয়েকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে মা-ছেলেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে নিয়ে যায়। চিকিৎসা শেষে ইফতি বাড়ি ফিরে গেছেন।
স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী হামলার পরদিন লন্ডনে টমি রবিনসনের নেতৃত্বে ইংলিশ ডিফেন্স লিগ (ইডিএল) নামে একটি সংগঠন বৃহৎ বর্ণবাদ ও ইসলামবিদ্বেষী মিছিল করেছে।
সূত্র: প্রথমআলো