শিরোনাম
◈ 'সুযোগ' পেলে বিএনপি বা জামায়াতের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি ◈ ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রক্তক্ষয়ী দ্বন্দ্ব, হত্যার পেছনে আন্ডারওয়ার্ল্ড ডন ইমনের নাম উঠে এসেছে ◈ বড় সুখবর প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য ◈ নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ: প্রেস সচিব ◈ আরও সাড়ে তিন মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ◈ ঢাকা-৯ আসনে বিএনপির ফাঁকা আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির ডা. তাসনিম জারা ◈ সরকারকে সতর্ক করল বিএনপি: জুলাই জাতীয় সনদের লিখিত বিষয়ের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় ◈ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর ◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ  

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০২ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওভার-স্টে বিদেশিদের জন্য নতুন জরিমানা নীতি চালু করছে মালয়েশিয়া, অক্টোবর থেকে কার্যকর

ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে (ওভার-স্টে)এমন বিদেশিদের জন্য নতুন জরিমানা নীতি কার্যকর করতে যাচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এর আওতায় ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত সময় থাকার দায়ে সরাসরি কম্পাউন্ড নোটিশ জারি করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। 

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইলের বরাতে সে দেশের একাধিক গণমাধ্যম জানায়, কম্পাউন্ড নোটিশ জারির সঙ্গে তদন্ত ও আদালতের মুখোমুখি হতে হবে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও অবস্থানকারীদের। আগামী অক্টোবরে এ নীতি জারি করা হবে বলে গণমাধ্যমের খবরে বলা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল বলেন, ‘এ ব্যবস্থার ফলে আর অতিরিক্ত তদন্ত ও আদালতের প্রক্রিয়ার প্রয়োজন হবে না। এতে দ্রুত মামলা নিষ্পত্তি ও ওভারস্টেকারীদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হবে।’ তিনি বলেন, ‘আগে প্রতিটি ওভারস্টে মামলায় তদন্ত কাগজপত্র তৈরি ও আদালতে পাঠাতে হতো। এখন নির্দিষ্ট সময়সীমার মধ্যে থাকা অবৈধ অবস্থানকারীদের সরাসরি জরিমানার মাধ্যমে সমাধান করা হবে।

নতুন এ ব্যবস্থা সম্পর্কে স্থানীয় সংবাদ মাধ্যম দি স্টার অনলাইনের খবরে বলা হয়েছে, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এক থেকে ৩০ দিন অবস্থান করলে দৈনিক ৩০ রিঙ্গিত (মালয়েশীয় মুদ্রা) হারে সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত জরিমানা, ৩১ থেকে ৬০ দিন অবস্থান করলে এক হাজার রিঙ্গিত, ৬১ থেকে ৯০ দিন অবস্থান করলে দুই হাজার রিঙ্গিত জরিমানা ধার্য হবে। তবে কেউ ৯০ দিনের বেশি অবৈধভাবে অবস্থান করলে স্বাভাবিক নিয়মে তদন্ত ও আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় যেতে হবে।

খবরে আরো বলা হয়েছে, এ পদক্ষেপের ফলে যেখানে আগে আইনি প্রক্রিয়া শেষ করতে প্রায় ১৪ দিন লাগত, সেখানে এখন মাত্র একদিনেই ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এতে ইমিগ্রেশন কেন্দ্রগুলোতে আটকদের চাপও কমবে।

যেসব বিদেশি যুক্তিসংগত কারণে মেয়াদোত্তীর্ণ অবস্থায় রয়েছেন, তারাও দ্রুত এই প্রক্রিয়ায় সমস্যার সমাধান করতে পারবেন।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ আগস্ট পর্যন্ত সারা দেশে বিভিন্ন অভিবাসন সংক্রান্ত অপরাধে ৩৫ হাজার ২২৫ জনকে আটক করা হয়েছে। এর আগে ২৮ আগস্ট পর্যন্ত ৩৬ হাজার ৫৫৭ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়