শিরোনাম
◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৩ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধভাবে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় প্রবেশ, মানবপাচার চক্রের ২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অভিবাসী পাচার সিন্ডিকেটের সঙ্গে জড়িত দুই বাংলাদেশিকে আটক করেছে দেশটির জোহর অভিবাসন বিভাগ। জোহর সীমান্তে অবৈধ অভিবাসীদের রাখা একটি আশ্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির জোহর অভিবাসন বিভাগের পরিচালক রুসদি বিন মোহাম্মদ দারুস।

তিনি বলেন, জোহর বাহরুর ইস্কান্দার পুত্রীর সুলতান আবু বকর কমপ্লেক্সের প্রবেশদ্বার দিয়ে মালয়েশিয়ায় পাচার করা একজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার জোহর বাহরুর লারকিন ইন্দাহের একটি ট্রানজিট হাউসে অভিযান চালিয়ে ৩৭ ও ৪২ বছর বয়সি দুই বাংলাদেশি সহযোগীকে আটক করা হয়।
  
বিবৃতিতে তিনি বলেন, এসময় বেশ কিছু বাংলাদেশি পাসপোর্ট, নগদ সাড়ে ১৪ হাজার রিঙ্গিত ও একটি গাড়ি জব্দ করা হয়।
 
অভিবাসন পুলিশের ধারণা গত দুই মাস ধরে মালয়েশিয়ায় বাংলাদেশি নাগরিকদের পাচার করছেন এই সিন্ডিকেট। সিন্ডিকেটটি বাংলাদেশ থেকে প্রথমে সিঙ্গাপুর এরপর সেখান থেকে মালয়েশিয়ায় প্রবেশ করার জন্য জনপ্রতি ১৩ হাজার রিঙ্গিত আদায় করত এই সিন্ডিকেট।
 
 আটককৃতদের বিরুদ্ধে অ্যান্টি ট্রাফিকিং ইন পার্সনস অ্যান্ড অ্যান্টি-স্মাগলিং অফ মাইগ্র্যান্টস অ্যাক্ট ২০০৭ (অ্যাক্ট ৬৭০) এবং পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ (অ্যাক্ট ১৫০) এর অধীনে অপরাধ করার অভিযোগ রয়েছে। সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়