শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৪, ০৭:৫৬ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৪, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রুনাইতে বাংলাদেশী পেশাজীবীদের বাংলা বর্ষবরণ

ড. এবিএম কামরুল হাসান: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ রোববার (১৪ এপ্রিল) বাংলা নতুনবর্ষ উদযাপন করেছে ব্রুনাই অবস্থানরত বাংলাদেশী  পেশাজীবীরা। রাজধানী থেকে শতাধিক কিলোমিটার দূরের শহর কুয়ালা বেলায়েত এর চিকিৎসক ডা নূর মোহাম্মদ হাবীবুল্লাহ নিশাত ও ডা হুমায়রা নূর আন্দালিব দম্পত্তির উদ্যোগে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান চলে।  অনুষ্ঠানস্থলে আলপনা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজক দম্পতি আমন্ত্রিত অতিথিদের পান্তাভাত, নানান পদের ভর্তা ও মিষ্টান্ন দিয়ে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেন।  বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ব্রুনাইতে কর্মরত বাংলাদেশী চিকিৎসক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, প্রকৌশলী ও কতিপয় ব্যবসায়ী তাদের পরিবার পরিজন নিয়ে অংশ নেন। বর্ষবরণের শেষ পর্বে সংগীত পরিবেশন করেন  ডা হুমায়রা নূর, ডা শারমিন জোয়ারদার মুমু, ডা পার্থ প্রীতম সাহা, সিক্তা মজুমদার,  চৈতি বিশ্বাস,  তাফহীম উর রশিদ, নাবিলা নিশাত ও অন্যান্যরা।  

বিগত বছর কয়েক যাবত ব্রুনাই অবস্থানরত বাংলাদেশী পেশাজীবীরা বর্ষবরণসহ বিভিন্ন জাতীয় দিবস নিজস্ব উদ্যোগে পালন করে আসছে। উল্লেখ্য, দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট দেশ ব্রুনাই  দারুসসালামে বর্তমানে ৩০ জন চিকিৎসক, ২০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ প্রায় ৬০ জন  পেশাজীবী কর্মরত রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়