শিরোনাম

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৩, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০২৩, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে সাংবাদিক হত্যায় আইসিসিতে আরএসএফ

ইমরুল শাহেদ: [২] রিপোর্টার্স উইথাউট বর্ডার্সের (আরএফএস) ওয়েবসাইটে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে দায়িত্ব পালনরত অবস্থায় নিহত নয়জন এবং আহত দুইজন সাংবাদিকের বিস্তারিত উল্লেখ করে ৩১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রসিকিউটরের অফিসে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, শুধু সংবাদ সংগ্রহের সময় গাজায় ৫০ টিরও বেশি মিডিয়া আউটলেটের ইচ্ছাকৃত, সম্পূর্ণ বা আংশিক, প্রাঙ্গণ ধ্বংসের কথাও উল্লেখ করা হয়েছে। সূত্র: আরএসএফ

[৩] বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ চলমান রয়েছে। এই যুদ্ধে সাংবাদিকদের হত্যাকাণ্ডের জন্য নজরদারি সংগঠনটি আইসিসিকে সাংবাদিক হত্যার তদন্ত করতে আহ্বান জানিয়েছে। সূত্র: আল-জাজিরা

[৪] সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে আরএসএফের মহাসচিব ক্রিস্টোপে ডেলওরিয়ে লেখেন, ‘সাংবাদিকদের লক্ষ্য করে আন্তর্জাতিক অপরাধের মাত্রা, এর গুরুত্ব ও পুনরাবৃত্তি, বিশেষ করে গাজায়, আইসিসির প্রসিকিউটর দ্বারা অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা উচিত। আমরা ২০১৮ সাল থেকে সাংবাদিক হত্যায় তদন্তের আহ্বান জানাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আইসিসির পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।’ সম্পাদনা: ইকবাল খান

আইএস/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়