শিরোনাম
◈ উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, লালমনিরহাটসহ চার জেলা প্লাবিত ◈ আমাকে অবশ্যই আসতেই হবে, আগামী নির্বাচনেও অংশ নেব, তবে প্রধানমন্ত্রী হবেন কি না তা নির্ধারণ করবে জনগণ ◈ মে‌ক্সি‌কোর ১৬ বছরের বিস্ময় বালক  গিলবা‌র্তো‌কে নিয়ে কাড়াকা‌ড়ি বার্সেলোনা ও রিয়াল মা‌দ্রিদের  ◈ এবছর পূজায় ভারতে ১২০০ টন ইলিশের মধ্যে রফতানি হলো মাত্র ১০৭ টন ইলিশ ◈ বাংলাদেশি তরুণদের টিটিপি যোগদানের বিষয় নিয়ে সতর্কতা ◈ পিআর বিতর্ক ও রাজনৈতিক জোট: নির্বাচনের রোডম্যাপ দৃঢ় ◈ জ্বর হলেই ডেঙ্গুর পরীক্ষা করানোর পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের ◈ পে স্কেল কাঠামোর বাইরে রয়েছেন যারা ◈ শীঘ্রই ফিরবেন শেখ হাসিনা, কয়েক সপ্তাহের মধ্যে ফিরবেন তারেক রহমান, কে আগে ফিরবেন: গোলাম মাওলা রনি ◈ এবার বিদেশি ইউটিউবার মোহাম্মাদপুরের ভয়াবহতার চিত্র তুলে ধরলো (ভিডিও)

প্রকাশিত : ২১ মে, ২০২৫, ১০:১৮ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ

সম্পাদক পরিষদ ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর একটি ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

মঙ্গলবার (২০ মে) বিকালে সংগঠনটির পক্ষে সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সই করা এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

এতে বলা হয়, ১২ মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর আগে ১১ মে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। প্রকাশিত গেজেটে দেখা যায়, অধ্যাদেশে একটি ধারা যুক্ত হয়েছে। ২০০৯ সালের ১৬ নম্বর আইনের ধারা ২০-এর (খ) উপধারা (১)-এর দফা (ঙ)-তে বলা হয়েছে, ‘উক্ত সত্তা কর্তৃক বা উহার পক্ষে বা সমর্থনে যে কোনও প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য যে কোনও মাধ্যমে যে কোনও ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা-সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করবে।’

এতে আরও বলা হয়, ‘অধ্যাদেশটির নতুন ধারার প্রয়োগ দেশের মানুষের স্বাধীন মতপ্রকাশ ও গণমাধ্যমের অধিকারের ব্যাপকতাকে সীমিত করতে পারে; যা উদ্বেগজনক এবং সংবাদ প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে শঙ্কা সৃষ্টি করবে। অপব্যবহারের সুযোগ থাকে- অধ্যাদেশে এমন একটি ধারার সংযোজন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কাম্য নয়।’

ধারাটি পর্যালোচনার প্রয়োজন রয়েছে। ধারাটি স্থগিত এবং পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়