শিরোনাম
◈ সরকার পুঁজিবাজার সংস্কারে আনবে বিদেশি বিশেষজ্ঞ , পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:২৮ বিকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঝরাতে ঠাকুর বাড়ি

রবীনন্দ্রনাথ ঠাকুর

মাঝরাতে ঠাকুর বাড়ি
-অপূর্ব চৌধুরী 

মনে মনে ঠাকুর পড়ি,
মাঝরাতে ঘুম ভেঙ্গে যায়
আশ্রয় খুঁজি, টুকরো আশায়,
কোথাও কেউ নেই
কোথাও কিছু নেই
একরাশ অন্ধকার গিলে খায়।

রবি'দার কাছে যাই
ফিরে ফিরে দেখি
মন কি যে চায়,
ভুলে যাই ঠাকুরের মহাপ্রয়াণ
ভুলে যাই স্মরণের দিনমান,
মনের ডাইরিতে লিখে রাখি
কাগজের ডাইরি মুছে যায়।

ইচ্ছে করে অন্ধকারে
এককাপ চা হাতে
কেউ এসে নীরবে দাঁড়ায়,
একটি রবীন্দ্র সংগীত শুনিয়ে
বলবে- রাত হলো তবে,
ঘুমাও তুমি,
বিলি কেটে বলবে-
এখন তবে যাই।

বিকেলে ফোন করে বলেছিলে -
শুনবে নাকি গান আজ রাত্তিরে,
আসছে সপ্তাহে মহাপ্রয়াণ
রবি ঠাকুরের অগাস্ট প্রস্থান।

তুমি ভালোবাসো ঠাকুরকে
আমি ভালোবাসি তোমায়,
রবির গানে গানে মূর্ছনা
আমাদের দুজনায়।

সে বার শুনিয়েছিলে -
'নির্ঝরের স্বপ্নভঙ্গ',
বছর আগে ছিল
'সোনার তরী',
কথায় কথায় ছেলেমানুষি
আবৃত্তির সময় তুমি সব্যসাচী।

মনে হয় জোড়াসাঁকোর আঙিনায়
একাকী উচ্চারণ করে যাও,
- রবি দা, তোমাকে বড়ো বেশি,
তোমাকে বড্ড ভালোবাসি আমি।

এএইচ/এইিএবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়