খালিদ আহমেদ: বুধবার পহেলা ফেব্রুয়ারি, ভাষার মাস শুরু। মহান ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত মাসটিতে প্রতি বছরের মতো এ বছরও অনুষ্ঠিত হবে অমর একুশে বই মেলা। ১ ফেব্রুয়ারি ‘পড় বই, গড় দেশ: বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা জানিয়েছেন, বুধবার বেলা ৩টায় বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ঐতিহ্যবাহী অমর একুশে গ্রন্থমেলা-২০২৩ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বাংলা একাডেমি থেকে প্রকাশিত ৭টি বইয়ের মোড়ক উন্মোচন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
অমর একুশে বইমেলা কমিটি সূত্রে জানা গেছে, এবারের একুশে বইমেলা প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া সরকারি ছুটির দিনে সকাল ১১টায় গেট খূলে দেয়া হবে, মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। সবার জন্য খোলা রাখা হবে মেলার প্রাঙ্গণ। মধ্যাহ্নভোজ এবং নামাজের জন্য এক ঘণ্টা বিরতি থাকবে মেলায়। সম্পাদনা: এল আর বাদলি
এলআরবি/এসএ