শিরোনাম
◈ মধ্যরাতে গ্রেফতার ব্যারিস্টার সুমন (ভিডিও) ◈ অক্টোবরেও ঊর্ধ্বমুখী  রেমিট্যান্সের গতি ◈ বাতিল হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প  ◈ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ◈ ‘আমি কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে নিই’: (ভিডিও) ◈ ফিল্মি স্টাইলে প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মীকে হত্যা (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নে যা বলেছিলেন সুপ্রিম কোর্ট ◈ রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল (ভিডিও) ◈ শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি অসত্য বলেননি: মানবজমিন সম্পাদক (ভিডিও) ◈ দিল্লি থেকে মীরাটের সেনানিবাসে শেখ হাসিনা?

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৪, ০৮:৫৭ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৪, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পহেলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য: শিল্পমন্ত্রী

পাপ্পী আয়ান: [২] শিল্পমন্ত্রী অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বৈশাখের উৎসবে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে আমরা একাকার হয়ে যাই। আমাদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পুরোনো দিনের সব গ্লাানি ভুলে আমরা নবযাত্রায় অঙ্গীকারাবদ্ধ হই। মেলা-পার্বণ আমাদের এ অঞ্চলের ঐতিহ্যবাহী সংস্কৃতি।

[৩] রোববার (১৪ এপ্রিল) সকালে নরসিংদীর মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে মনোহরদী সরকারি কলেজ মাঠে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৪] শিল্পমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। সব ধর্মের মানুষ একসঙ্গে বাংলা বছরের প্রথম দিন উদযাপন করেন। আমাদের এসব সংস্কৃতি বাঙালি জীবনের অনুসঙ্গ। বাংলা নববর্ষ সারা বিশ্বে বাঙালিরা উদযাপন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

[৫] সকালে মনোহরদী উপজেলা পরিষদ থেকে বাংলা নববর্ষ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী সরকারি কলেজে গিয়ে শেষ হয়। পরে সেখানে তিন দিনব্যাপী বর্ষবরণ ও বৈশাখী মেলার শুভ উদ্ধোধন করেন শিল্পমন্ত্রী অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

[৬] মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিন, মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী প্রমূখ। সম্পাদনা: কামরুজ্জামান

পিএ/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়