শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৫:৫৫ বিকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার মেট্টোরেলের নিয়োগ পরীক্ষা

মেট্টোরেল

শাহীন খন্দকার: মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীন ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) সাউদার্ন রুটের (পিআরএফ) নিয়োগ বিজ্ঞপ্তির সাতটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২২ জুন তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ৫ এস ২ অনুসারে সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), সহকারী প্রকৌশলী (সিভিল), সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), সহকারী প্রকৌশলী (এএফসি, পিএসডি অ্যান্ড বিই), সহকারী প্রকৌশলী (স্থাপত্য), সহকারী প্রকৌশলী (আইসিটি) এবং নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা পদের নির্বাচনী লিখিত পরীক্ষা শুক্রবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), টাওয়ার-১, মিরপুর সেনানিবাস, ঢাকায় এসব পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীদের ঠিকানায় প্রবেশপত্র ডাকযোগে পাঠানো হয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষার হলে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনী লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ প্রার্থীদের উপস্থিত থাকতে হবে।

এছাড়াও প্রার্থীদের নিজ নিজ মুঠোফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত খুদে বার্তা পাঠানো হয়েছে। ডাকযোগে পাঠানো প্রবেশপত্র না পেলে ডুপ্লিকেট প্রবেশ পত্রের জন্য জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (সত্যায়িত), এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ (সত্যায়িত) একটি লিখিত আবেদন প্রকল্প পরিচালক, এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট বরাবর জমা দিতে হবে। এ ক্ষেত্রে ২৫ ও ২৬ জানুয়ারি অফিস চলাকালে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

এসকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়