শিরোনাম
◈ চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্টে ঝুঁকি, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ ◈ মানব বীর্য প্লাজমার প্রতিক্রিয়ায় লিথুয়ানিয়ান নারীর গর্ভধারণে ব্যর্থতা! ◈ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা ◈ নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধি: কিছু জেলায় আবারও বন্যার শঙ্কা ◈ বিমানবন্দর থেকেই আরও ৮০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ◈ গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দর্শক গেলারিতে বাস, নিহত ১ আহত ৪ ◈ চাঁদপুর মেঘনার পানি বিপদসীমার উপরে, উপকূলীয় অঞ্চল প্লাবিত! ◈ মহেশপুর সিমান্তে সাড়ে ৩১টি স্বর্ণের বার উদ্ধার! ◈ হাসিনা নয়, ভারতের এখন প্রয়োজন বাংলাদেশ

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫, ০৩:৪৭ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেনজেন ভিসায় নতুন নিয়ম, সুবিধা পাবেন যারা!

ইউরোপ ভ্রমণে আগ্রহীদের জন্য রয়েছে দারুণ এক সুখবর। ইউরোপীয় ইউনিয়ন (EU) সম্প্রতি চালু করেছে ‘ভিসা ক্যাস্কেট’ নামে নতুন একটি পদ্ধতি, যা সেনজেন ভিসা প্রক্রিয়ায় এনেছে বড় ধরনের পরিবর্তন। নতুন এই নিয়মের ফলে নিয়মিত ও দায়িত্বশীল ভ্রমণকারীরা এখন সহজেই দীর্ঘমেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসা পেতে পারেন।

নতুন নিয়ম কী বলছে?

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, যারা গত তিন বছরে অন্তত দুটি স্বল্পমেয়াদি সেনজেন ভিসা সঠিকভাবে ব্যবহার করে ইউরোপ ভ্রমণ করেছেন, তারা এখন সরাসরি দুই বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। আর এই ভিসাটি সঠিকভাবে ব্যবহার করলে পরবর্তী ধাপে পাঁচ বছরের ভিসার সুযোগ মিলবে।

কারা পাচ্ছেন এই সুযোগ?

প্রাথমিকভাবে ভারত, তুরস্ক ও ইন্দোনেশিয়া—এই তিন দেশের নাগরিকরা নতুন ভিসা ক্যাস্কেট সুবিধার আওতায় এসেছেন। তবে ইউরোপীয় ইউনিয়ন অন্যান্য দেশকেও পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা করছে।

নতুন নিয়ম কেন গুরুত্বপূর্ণ?

সেনজেন ভিসা পেতে প্রতিবার আবেদন ও অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সময়সাপেক্ষ ও জটিল। এখন থেকে যারা পূর্ববর্তী ভিসাগুলোর সঠিক ব্যবহার প্রমাণ করতে পারবেন এবং যাদের পর্যাপ্ত আর্থিক সামর্থ্য ও ট্রাভেল ইন্স্যুরেন্স রয়েছে, তারা একবার আবেদন করেই কয়েক বছরের জন্য ইউরোপে বারবার প্রবেশের সুবিধা পাবেন।

তবে মনে রাখতে হবে, এই সুবিধা পেতে হলে আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ থাকতে হবে যথেষ্ট সময়ের জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়