শিরোনাম
◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি ◈ জুলাই সনদ ও গণভোটের সমাধান কোন পথে? ◈ ড.ইউনুসের গ্রামীণ নামে যা যা বানাইছেন সবকিছুর বিপদ আছে: কাদের সিদ্দিকী ◈ একাদশ গ্রেডে বেতনের আশ্বাস, আন্দোলন স্থগিত প্রাথমিক শিক্ষকদের ◈ ফুটবল ফেডা‌রেশন বিসিবির কাছে প‌রিচালক আসিফের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে  ◈ বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মি‌নি‌টেই শেষ ◈ দিল্লি বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে হরিয়ানায় ৩ টন বিস্ফোরক উদ্ধার ◈ দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩, বহু হতাহত (ভিডিও) ◈ বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে 'নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই' ◈ ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন (ভিডিও)

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৮:৫১ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর পরও যে তিন কাজের সওয়াব চলতে থাকে

মৃত্যু এমন এক অনিবার্য সত্য, যা থেকে কোনো মানুষই মুক্ত নয়। কেউ ধনী, কেউ গরিব—পার্থক্য যাই হোক না কেন, প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে।

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন—

“প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে।” (সুরা আলে ইমরান : ১৮৫, সুরা আনকাবুত : ৫৭)

অন্য আয়াতে বলা হয়েছে—

“অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহূর্তও বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না।” (সুরা নাহল : ৬১)

পবিত্র হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মৃত্যুর পর মানুষের সামনে তার চিরস্থায়ী আবাসস্থল দেখানো হবে। যদি সে জান্নাতের বাসিন্দা হয়, তবে জান্নাতের স্থান দেখানো হবে, আর যদি জাহান্নামের হয়, তবে জাহান্নামের বাসস্থান দেখানো হবে। তারপর বলা হবে, “এই তোমার স্থান, কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তোমাকে এখানেই পুনরুত্থিত করবেন।” (তিরমিজি : ১০৭২)

মৃত্যুর পর সাধারণত মানুষের সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে নবী করিম (সা.) জানিয়েছেন—তিনটি বিশেষ আমল এমন আছে, যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহতভাবে পৌঁছায়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

“যখন মানুষ মারা যায়, তখন তিন প্রকার আমল ব্যতীত তার সব আমল বন্ধ হয়ে যায়।” (মুসলিম : ৪০৭৭)

এই তিনটি চিরসঞ্চালিত আমল হলো—

1️⃣ সদকায়ে জারিয়া:
এমন দান, যার সুফল দীর্ঘস্থায়ী হয়—যেমন মসজিদ নির্মাণ, রাস্তা তৈরি, পানি সরবরাহ, গাছ লাগানো ইত্যাদি। মৃত্যুর পরও এ দানের সওয়াব অব্যাহত থাকে।

2️⃣ উপকারী ইলম:
যে জ্ঞান মানুষকে উপকারে আসে। কোনো বই, লেখা বা শিক্ষা যার মাধ্যমে মানুষ উপকৃত হয়, তার প্রতিটি উপকারে লেখকের আমলনামায় সওয়াব যুক্ত হতে থাকে।

3️⃣ নেক সন্তান:
যে সন্তান তার বাবা-মায়ের মৃত্যুর পরও তাদের জন্য দোয়া করে। এই দোয়ার বরকত ও সওয়াব ক্রমাগতভাবে মৃত ব্যক্তির আমলনামায় যুক্ত হতে থাকে।

ইসলামী আলেমদের মতে, মৃত্যুর আগে এই তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া বুদ্ধিমানের কাজ। কারণ এগুলোই এমন সম্পদ, যার সুফল কবরেও পৌঁছে যায়।

সূত্র: দৈনিক জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়