শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নামাজে পকেট থেকে ফোন বের করা যাবে কি?

আমরা অনেক সময় বেখেয়ালে, ভুলে বা ইচ্ছা করে নামাজ আদায়ের সময় অন্য কাজে জড়াই। যেমন ফোনকল এলে পকেট থেকে তা বের করে রিংটোন বন্ধ করি। এমন কাজে কি নামাজ ভেঙে যাবে?

এ প্রশ্নের উত্তরে আলেমগণ বলেন, মনোযোগ ও একাগ্রতা নামাজের প্রাণ। মনোযোগ ধরে রাখার পাশাপাশি নামাজ যেন ভেঙে না যায় সে দিকে খেয়াল রাখা জরুরি। নামাজ যেসব কারণে ভেঙে যায় তার একটি হলো, আমলে কাসির তথা বেশি কাজ করে ফেলা। কারও নামাজে আমলে কাসির ঘটলে নামাজ নষ্ট হয়ে যায়। এর কারণে আবার নতুন করে নামাজ আদায় করতে হয়।

ইসলামের পরিভাষায় আমলে কাসির বলা হয়, নামাজে এমন নড়াচড়াকে, যে কারণে নামাজের বাইরের কেউ দেখলে মুসল্লি সম্পর্কে তার নিশ্চিত ধারণা জন্মে যে এই মুসল্লি এখন আর নামাজে নেই। এ ধরনের কাজের মাধ্যমে নামাজ নষ্ট হয়ে যাবে। বিপরীতে যদি নামাজের বাইরের কেউ মুসল্লিকে দেখে নামাজরত বলে ধারণা করবে, এমন কাজ করে, তবে মুসল্লির এ কাজকে আমলে কালিল বলে। এমন কাজের কারণে নামাজ নষ্ট হবে না।

আমলে কাসিরের উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কেউ নামাজে সিজদা দিতে গিয়ে অথবা বৈঠকে থাকা অবস্থায় মাথা থেকে টুপি পড়ে গেল, সে টুপি ওঠানোর জন্য দু্ই হাত এমনভাবে ব্যবহার করল, যাতে তাকে দেখে মনে হলো সে নামাজ আদায় করছে না, বরং নামাজের বাইরে অন্য সময় যেভাবে টুপি পরে থাকে সেভাবে পরছে। তবে ফোনকল এলে এক হাতে মোবাইল বের করে স্ক্রিনে না তাকিয়ে দ্রুত রিংটোন বন্ধ করে রেখে দিলে নামাজ ভঙ্গ হবে না।

সূত্র: ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত: ৩/৪৮৫; ফাতাওয়ায়ে শামি: ১/৬২৪-৬২৫; বায়েউস সানায়ে: ১/২৪১; ফাতাওয়ায়ে কাজিখান: ১/৬৩।

  • সর্বশেষ
  • জনপ্রিয়