শিরোনাম
◈ রাজধানীতে ককটেল তৈরির গোপন ঘাঁটি আটক, পুলিশ বলছে টার্গেট ছিল ১৭ নভেম্বর ◈ নারী কাবাডি বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় ভারত ও জাঞ্জিবার দল ◈ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি ◈ বাংলাদেশকে বিধস্ত ক‌রে বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তান ◈ রাতে আন্তর্জা‌তিক প্রী‌তি ম‌্যা‌চে আর্জেন্টিনার লড়াই, প্রতিপক্ষ অ্যাঙ্গোলা ◈ সব ব্যাংককে সতর্কতা: প্রার্থীর ঋণ-তথ্য সঠিকভাবে সিআইবিতে হালনাগাদ করতে হবে ◈ যুবদের আত্মরক্ষা প্রশিক্ষণে সরকারের ২৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টোয়েন্টিতে আরও ভারতীয় ক্রিকেটার চান গ্রা‌য়েম স্মিথ  ◈ ৪৮ ঘণ্টার মধ্যে ২ দাবি না মানলে কলম বিরতির হুঁশিয়ারি বিচারকদের ◈ নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল: সেনাপ্রধান

প্রকাশিত : ০২ জুলাই, ২০২২, ০৯:০০ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২২, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের জন্য বিকল্প হজ ফ্লাইট ঘোষণা

হজ

ওয়ালিউল্লাহ সিরাজ: যুক্তরাজ্য, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের হজযাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ঘোষণা করেছে সৌদি আরব। আরব নিউজ

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণারণায় জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের হজযাত্রীদের জন্য নিয়তিম ফ্লাইটে অতিরিক্ত আসন ও বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হবে।  

মন্ত্রণালয় আরো জানায়, এ সব দেশের যাদের এখনো ভিসা নিয়ে জটিলা আছে সেগুলো অতিদ্রুত সমাধান করা হবে। 

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় মোতাউইফ নামে একটি নতুন অ্যাপ খুলে সেখানে রেজিস্ট্র্রেশন করতে বলে। এরপরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের হজযাত্রীরা ভীষণ ভোগান্তিতে পড়ে যায়। কোনো কোনো যাত্রী বলেন, আমরা কোভিডের আগেই হজের টাকা জমা দিয়ে রেখেছি কিন্তু নতুন অ্যাপে রেজিস্ট্র্রেন করার পর এখনো নিশ্চিত করা হয়নি।

হজ ও ওমরাহ বিষয়ক  উপমন্ত্রী হেশাম এ সাইদ বলেন, নতুন মোতাউইফ অনলাইন পোর্টালে হজযাত্রীরা প্রযুক্তিগত কিছু সমস্যায় পড়েছেন। এ সমস্যা সমাধানে আমরা চেষ্টা করে যাচ্ছি।

তিনি আরো বলেন, সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে আগামী ৮ জুলাই। তার আগেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। যাদের বয়স ৬৫ বছরের নিচে ও কোভিডের টিকা নিয়েছেন তারা সবাই হজে আসতে পারবেন। 

করোন মহামারির কারণে গত দুই বছর খুবই সীমিত আকারে হজ আদায় হয়েছে। ২০১৯ সালের পর এবারই সব দেশের লোকেরা হজ করতে যেতে পারছেন। সারাবিশ্বের ১০ লাখ মুসলিম এ বছর হজ পালন করার সুযোগ পাচ্ছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়