শিরোনাম
◈ 'করোনার পর থেকে ভাই দাঁড়াইতে পারিনি, একের পর এক হোঁচট খাচ্ছিই' (ভিডিও) ◈ হাজারীবাগের আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট, উদ্ধারে সহায়তা করছে সেনাবাহিনী ও বিজিবি (ভিডিও) ◈ ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, কে কত? পুরোহিতরাও আওতায় আসবেন  ◈ হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে ভারতীয় নাগরিকের কারাদণ্ড ◈ নির্যাতন বন্ধে বাংলাদেশে স্থায়ী সংস্কার প্রয়োজন: এইচআরডব্লিউ ◈ মেডিকেল কলেজগুলোর সক্ষমতা বাড়াতে শিক্ষক নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্য উপদেষ্টা ◈ বিজ্ঞাপন ঘিরে ব্যাপক বিতর্কের মুখে পাকিস্তানি এয়ারলাইন্স! ◈ দিয়ালোর হ্যাটট্রিকে সাউদাম্পটনকে সহজে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ সেল্টা ভিগোকে ৫-২ গোলে হারালো রিয়াল মাদিদ ◈ যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ৩ ক্লাব নেইমারকে পেতে দৌঁড়ঝাপ

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৪, ০৯:১৯ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৪, ১১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোসলের পর নতুন করে অজু করতে হবে !

ইসলামী ডেস্ক : [২] ইসলামের পরিভাষায়, গোসল হল সমস্ত দেহ ধৌত করার মাধ্যমে পূর্ণ পবিত্রতা অর্জনের একটি পন্থা। কতিপয় ধর্মীয় উপাসনা এবং আচার-অনুষ্ঠান পালনের পূর্বশর্ত হচ্ছে গোসল। 
আল্লাহ তায়ালা তার বান্দাদের বলেছেন, ‘তোমরা যদি অপবিত্র অবস্থায় থাকো, তবে নিজেদের শরীর (গোসলের মাধ্যমে) ভালোভাবে পবিত্র করে নাও।’ (সুরা মায়েদা: ৬)

গোসল করার পর নামাজের জন্য কি নতুন করে অজু করতে হবে কিনা, সে বিষয়ে প্রশ্ন রয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত আছে, রাসুল মুহাম্মাদ (সা.) গোসলের পরে নতুন করে অজু করতেন না। (তিরমিজি: ১০৭)

এ থেকে বোঝা যায়, গোসলের পর অযু করতে হবে না। কারণ, গোসলের মাধ্যমে অজু হয়ে যায়। গোসলের পর অজু ভঙ্গের কারণ পাওয়া না গেলে নতুন করে অজু করতে হবে না।

আবদুল্লাহ ইবনে ওমর (রা.)-কে গোসলের পর অজু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, গোসল অপেক্ষা কোনো অজু ব্যাপকতর? (মুসান্নাফ ইবনে আবি শায়বা: ৭৪৮)

মূলত গোসল করার পর অজু করার কোনো বিধান ইসলামে নেই। ফরজ গোসল হলে কুলি করা ও নাকে পানি দেওয়া ফরজ এবং পরিপূর্ণ অজু করে নেওয়া সুন্নত, যা গোসলেরই অংশ। আর গোসল ফরজ না হলে কুলি করা ও নাকে পানি দেওয়া সুন্নত এবং পরিপূর্ণ অজু করা মোস্তাহাব। তাই যথাযথভাবে গোসল করার পর নতুন করে আবার অজু করা ঠিক নয়। (সহিহ বুখারি: ২৪৮; উমদাতুল ক্বারি: ০৩/৮৬; বাহরুর রায়েক: ০১/৯৪; আদ্দুররুল মুহতার: ০১/৩২৩)।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়