অয়ন: [২] চলতি বছর বাংলাদেশের হজ যাত্রীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ান, ওটি এ্যাসিসটেন্ট নিয়ে ১৮৯ সদস্যের সমন্বিত হজ চিকিৎসক দল গঠন করা হয়েছে।
[৩] গতকাল মঙ্গলবার চিকিৎসক দল গঠন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। সমন্বিত হজ চিকিৎসক টিমে ৮৫ জন চিকিৎসক, ৫৫ জন নার্স, ২৪ জন ফার্মাসিস্ট ও ২৫ জন ওটি বা ল্যাব এ্যাসিসটেন্ট (স্বাস্থ্যসেবা বিভাগ) রয়েছেন। সূত্র: জেগোনিউজ
[৪] এ ছাড়া কোনো সদস্য তার দায়িত্ব পালনকালে কোনোভাবেই স্বামী/স্ত্রী/সন্তান/আত্মীয়কে সঙ্গে নিতে পারবেন না। দায়িত্বে অবহেলা শৃঙ্খলা ভঙ্গসহ সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের কাছে সুপারিশ করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। সম্পাদনা : কামরুজ্জামান
এসবি২
আপনার মতামত লিখুন :