ভূঁইয়া আশিক রহমান : জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসি বলেছেন, বিদেশি শ্রমবাজার এখন চাঙা। বাংলাদেশ থেকে প্রচুর কর্মী কাজ নিয়ে বিদেশে যাচ্ছেন। ২০২১ সালে ৯ লাখ ৬৮ হাজার কর্মী আমরা বিদেশে পাঠিয়েছি। ২০২২ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০ লাখ ৬৮ হাজার কর্মী বিদেশে কাজ নিয়ে গেছেন।
তিনি বলেন, ২০২১ সাল ছিলো রেকর্ড ভাঙার বছর। ৫০ বছরের রেকর্ড আমরা ভেঙেছিলাম গত বছর। ২০২২ সালে এসে সেই রেকর্ডও আমরা ভেঙে দিয়েছি। নতুন নতুন অনেক শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে। এর মধ্যে রাশিয়া, হাঙেরি, রোমানিয়া, সার্বিয়াসহ আরও অনেক দেশ রয়েছে।
বিভিন্ন দেশ থেকে যে পরিমাণ শ্রমিকের ডিমান্ড আমরা পাচ্ছি, এর সঙ্গে তাল মেলানোর জন্য যে সমস্ত কাজ করা দরকার, সেগুলোও করা হচ্ছে।
ভিডিওটি দেখুন এখানে...