শিরোনাম
◈ (৬ ডিসেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ ভারতীয়দের বাংলাদেশবিরোধী বিক্ষোভ, পর্যটন ও চিকিৎসা ব্যবসায় বড় ধস ◈ যুক্তরাজ্যে শেখ হাসিনার সমাবেশ নিয়ে যা বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম ◈ এস আলমমুক্ত ৬ ব্যাংকের এলসি খোলায় শর্ত প্রত্যাহার ◈ ‌‘আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে’ (ভিডিও) ◈ খোঁজ মিলেছে শেখ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়নের’  ◈ মুক্তির পর বাবুল আক্তারকে নিয়ে চিন্তিত দ্বিতীয় স্ত্রী, যা বললেন  ◈ সংখ্যালঘুদের রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ আছি: শায়খ আহমাদুল্লাহ  ◈ আইসিসির মাস সেরা হওয়ার দৌড়ে শারমিন আক্তার সুপ্তা ◈ দেশে ফিরেছে বিশ্বকাপে উন্নীত হওয়া যুব হকি দল, ৫ লাখ টাকা পুরস্কার দেবে ফেডারেশন

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৪, ০৬:৫১ বিকাল
আপডেট : ০১ মার্চ, ২০২৪, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে জান্তার গোলা নিক্ষেপে আরো ১২ ব্যক্তি নিহত, সহস্রাধিক যুদ্ধবন্দী

রাশিদুল ইসলাম: [২] মিয়ানমারের সামরিক জান্তা বাহিনী বৃহস্পতিবার সকালে রাখাইন রাজ্যের রাজধানী সিত্তওয়েতে একটি বাজারে গোলা বর্ষণ করলে ১২ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছে বলে আরাকান আর্মি (এএ) জানিয়েছে। ইরাবতি

[৩] সিত্তওয়ের একটি নৌ ঘাঁটি থেকে ছোড়া গোলাগুলি ওইদিন সকালে কোরিয়া সিক কানের কাছে একটি পোতাশ্রয়ের পাশে অবস্থিত বাজারে আঘাত হানে। এসময় বাজারটি ক্রেতাদের ভীড় ছিল। আহত বেসামরিক নাগরিকদের মধ্যে ৩১ জন গুরুতর আহত হয়েছেন। 

[৪] সিত্তওয়ের আশেপাশের নৌ এবং অন্যান্য সামরিক ঘাঁটিগুলি বুধবার সন্ধ্যা থেকে শহরটিতে নির্বিচারে গোলাবর্ষণ করছে, স্থানীয় একজন বাসিন্দা ইরাবতিকে বিষয়টি জানান। 

[৫] আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। জান্তা বাহিনী হাসপাতালটি দখল করে এবং পরে গুরুতর অবস্থায় পাঁচজন আহত ব্যক্তিকে সামরিক হেলিকপ্টারে ইয়াঙ্গুনের একটি হাসপাতালে স্থানান্তরিত করে। , সিত্তওয়ের একজন বাসিন্দা জানিয়েছেন।

[৬] এদিকে আরাকান আর্মি (এএ) রাখাইন এবং পালেতওয়া অঞ্চলে জান্তা সেনাদের সঙ্গে সংঘাতের সময় হাজার হাজার যুদ্ধবন্দীকে বন্দী করেছে। এসব বন্দীদের মধ্যে যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আরাকান জনগণের সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৭] রাখাইন রাজ্যে বর্তমান সংঘাতের সময়, প্রতিটি শিবির থেকে শত শত ব্যক্তি এএ-এর কাছে আত্মসমর্পণ করে। তাদের মধ্যে অনেকেই অস্ত্র নিয়ে বিদ্রোহীদের পক্ষে যোগ দেন। 
[৮] গত ১৩ নভেম্বর ২০২৩-এ শুরু হওয়া সংঘাতের সময়, অঅ যোদ্ধারা গত তিন মাসে কৌশলগত অপারেশন কমান্ড ঘাঁটি, সামরিক ঘাঁটি এবং ৯ম সামরিক অপারেশন কমান্ডসহ ২০০ টিরও বেশি ব্যাটালিয়ন দখল করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়