শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৪, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০২ মার্চ, ২০২৪, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপনির্বাচনে জিতে ব্রিটিশ এমপি গ্যালওয়ে বললেন ‘এই জয় গাজার জন্য’

ইমরুল শাহেদ: [২] লেবার পার্টির সাবেক পার্লামেন্ট সদস্য জর্জ গ্যালওয়ে শুক্রবার রচডেল উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডেভিড তুলিকে পাঁচ হাজার ৬৯৭ ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছেন। জর্জ গ্যালওয়ে বর্তমানে ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেনের নেতা। সূত্র: আল-মায়াদীন

[৩] বিজয় ভাষণে তিনি লেবার পার্টির কেয়ার স্টারমারকে উদ্দেশ্য করে বলেন, ‘এ বিজয় গাজার জন্যই হয়েছে।’ নির্বাচনি প্রচারণায় গ্যালওয়ে গাজা যুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বকে সমর্থন করায় লেবার ও কনসার্ভেটিভ পার্টির কঠোর সমালোচনা করেন। 

[৪] তিনি বলেন, ‘অধিকৃত গাজায়, গাজা উপত্যকায় বর্তমানে চলমান বিপর্যয়কে সক্ষম, উৎসাহিত এবং কভার করার ক্ষেত্রে আপনি যে ভূমিকা পালন করেছেন তার জন্য আপনাকে উচ্চ মূল্য দিতে হবে।’

[৫] লেবার পার্টিকে পেছনে ফেলে গ্যালওয়ে সপ্তম বারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হলেন। এক সময় তিনি এই দলেই ছিলেন। ইরাক যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সমালোচনা করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়। 

[৬] এই প্রথম তিনি ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেনকে নিয়ে পার্লামেন্টে এলেন। পার্লামেন্টে তিনি গাজার ব্যাপারে উচ্চকন্ঠ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। লেবার দল গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। অবশ্য মানবিক যুদ্ধবিরতির কথাও বলেছে। 

[৭] বিজয় ভাষণে তিনি আরো বলেন, ‘লেবার পার্টি বুঝতে পেরেছে, ইসরায়েলকে সমর্থন করে তারা লাখো ভোটারের আস্থা হারিয়েছে। অথচ এসব ভোটাররাই আনুগত্যের সঙ্গে বছরের পর বছর তাদেরকে ভোট দিয়ে গেছেন।’  সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়