শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:২৫ দুপুর
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে আল-আকসা খোলা রাখতে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

সাজ্জাদুল ইসলাম: [২] গাজার যুদ্ধবিরতি নিয়ে পরস্পর বিরোধী আভাস অব্যাহত রয়েছে। গাজা উপত্যকার মানবিক পরিস্থিতির ব্যাপারে জাতিসংঘ তাদের হুঁশিয়ারি আরও সোচ্চারভাবে জানিয়েছে। বিশ্ব সংস্থা বলেছে, গাজার উত্তরে ত্রাণ সরবরাহে ইসরায়েলি পরিকল্পিত বাধাদানের কারণে সেখানে দুর্ভিক্ষ আসন্ন হয়ে পড়েছে।সূত্র : এপি, আল-আহরাম

[৩] ইসরায়েলের চরম ডান মন্ত্রী পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানান। এরপর যুক্তরাষ্ট্র বুধবার ইহুদী দেশটিকে রমজানে মুসল্লিদের আলআকসা মসজিদের যাওয়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায়।

[৪] হামাস, ইসরায়েল ও কাতারের কর্মকর্তারা জিম্মি-বন্দি বিনিময়ের জন্য চলতি সপ্তাহের শেষে গাজায় একটি যুদ্ধবিরতি হতে যাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে আশাবাদ ব্যক্ত করেছেন সে সম্পর্কে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আলোচকরা দীর্ঘ সময় ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তাদের এসব প্রতিক্রিয়া আলোচনা মতপার্থক্য থাকার বিষয়টি প্রকাশ পেয়েছে।

[৫] রয়টার্স জানিয়েছে, হামাস প্রাথমিকভাবে ৬ সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করে দেখছে। এতে ৪০ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ৪০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে।

[৬] এদিকে হামাস ও ফাতাহর প্রতিনিধিরা ২৯ ফেব্রুয়ারি মস্কো বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। তারা একটি ঐক্যবদ্ধ ফিলিস্তিনি সরকর গঠন এবং যুদ্ধোত্তর গাজার পুণর্গঠন নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়