শিরোনাম
◈ খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই : আটকা পড়েছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি ◈ দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:২৫ দুপুর
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে আল-আকসা খোলা রাখতে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

সাজ্জাদুল ইসলাম: [২] গাজার যুদ্ধবিরতি নিয়ে পরস্পর বিরোধী আভাস অব্যাহত রয়েছে। গাজা উপত্যকার মানবিক পরিস্থিতির ব্যাপারে জাতিসংঘ তাদের হুঁশিয়ারি আরও সোচ্চারভাবে জানিয়েছে। বিশ্ব সংস্থা বলেছে, গাজার উত্তরে ত্রাণ সরবরাহে ইসরায়েলি পরিকল্পিত বাধাদানের কারণে সেখানে দুর্ভিক্ষ আসন্ন হয়ে পড়েছে।সূত্র : এপি, আল-আহরাম

[৩] ইসরায়েলের চরম ডান মন্ত্রী পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানান। এরপর যুক্তরাষ্ট্র বুধবার ইহুদী দেশটিকে রমজানে মুসল্লিদের আলআকসা মসজিদের যাওয়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায়।

[৪] হামাস, ইসরায়েল ও কাতারের কর্মকর্তারা জিম্মি-বন্দি বিনিময়ের জন্য চলতি সপ্তাহের শেষে গাজায় একটি যুদ্ধবিরতি হতে যাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে আশাবাদ ব্যক্ত করেছেন সে সম্পর্কে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আলোচকরা দীর্ঘ সময় ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তাদের এসব প্রতিক্রিয়া আলোচনা মতপার্থক্য থাকার বিষয়টি প্রকাশ পেয়েছে।

[৫] রয়টার্স জানিয়েছে, হামাস প্রাথমিকভাবে ৬ সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করে দেখছে। এতে ৪০ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ৪০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে।

[৬] এদিকে হামাস ও ফাতাহর প্রতিনিধিরা ২৯ ফেব্রুয়ারি মস্কো বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। তারা একটি ঐক্যবদ্ধ ফিলিস্তিনি সরকর গঠন এবং যুদ্ধোত্তর গাজার পুণর্গঠন নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়