শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:২৮ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজার আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত ৪০ 

সাজ্জাদুল ইসলাম: [২] গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক। উপত্যকাটির মধ্যাঞ্চলে বেশ কয়েকটি আবাসিক ভবনে চালানো এই হামলায় ওই হতাহতের ঘটনা ঘটেছে। গাজার মিডিয়া অফিস বৃহস্পতিবার একথা জানায়। সূত্র : সিজিটিএন, আল-জাজিরা

[৩] বেশ কয়েকটি ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র সিনহুয়াকে জানিয়েছে, বৃহস্পতিবার গাজার দেইর আল-বালাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে কয়েক দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর ফলে এসব বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এতে হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

[৪] মিডিয়া অফিস বলেছে, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রশাসন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি ইসরায়েলকে, চলমান এই অপরাধের জন্য সম্পূর্ণরূপে দায়ী করি এবং ইসরায়েলি সেনারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করার জন্য আমরা বিশ্বের সব বিবেকবান মানুষের কাছে আহ্বান জানাচ্ছি।’ 

[৫] আল জাজিরার তারেক আবু আজউম রাফাহ থেকে জানিয়েছেন, ‘এই ভবনগুলোতে কোনও ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালান হয়।

[৬] গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও সেনা অভিযান চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ২৯ হাজার ৪১০ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৭০ হাজার আহত হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনের শিকার গাজার প্রায় ২০ লাখ বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। সম্পাদনা: ইকবাল খান

এসআই/আইকে/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়