শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:২৮ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজার আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত ৪০ 

সাজ্জাদুল ইসলাম: [২] গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক। উপত্যকাটির মধ্যাঞ্চলে বেশ কয়েকটি আবাসিক ভবনে চালানো এই হামলায় ওই হতাহতের ঘটনা ঘটেছে। গাজার মিডিয়া অফিস বৃহস্পতিবার একথা জানায়। সূত্র : সিজিটিএন, আল-জাজিরা

[৩] বেশ কয়েকটি ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র সিনহুয়াকে জানিয়েছে, বৃহস্পতিবার গাজার দেইর আল-বালাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে কয়েক দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর ফলে এসব বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এতে হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

[৪] মিডিয়া অফিস বলেছে, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রশাসন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি ইসরায়েলকে, চলমান এই অপরাধের জন্য সম্পূর্ণরূপে দায়ী করি এবং ইসরায়েলি সেনারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করার জন্য আমরা বিশ্বের সব বিবেকবান মানুষের কাছে আহ্বান জানাচ্ছি।’ 

[৫] আল জাজিরার তারেক আবু আজউম রাফাহ থেকে জানিয়েছেন, ‘এই ভবনগুলোতে কোনও ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালান হয়।

[৬] গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও সেনা অভিযান চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ২৯ হাজার ৪১০ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৭০ হাজার আহত হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনের শিকার গাজার প্রায় ২০ লাখ বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। সম্পাদনা: ইকবাল খান

এসআই/আইকে/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়