শিরোনাম
◈ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ট্রাম্পের ফোন, কী কথা হলো দু’জনের ◈ ট্রাম্পের জয়কে বাংলাদেশের আঙ্গিকে ভারত যেভাবে দেখছে ◈ যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করুক: ম্যাথিউ মিলার ◈ শীতকাল এবার কেমন হবে-জানালেন আবহাওয়াবিদরা ◈ লুৎফুজ্জামান বাবর গুরুতর অসুস্থ, মেডিকেল বোর্ড গঠন ◈ আইপিএলে মোস্তাফিজ ২ কোটি, সাকিব-মিরাজ কত…? ◈ পার্বত্য অঞ্চল আমাদের দেশের একটি বিরাট সম্পদ, সেখানকার শান্তির জন্য যা দরকার তাই করা হবে: সেনাপ্রধান (ভিডিও) ◈ ট্রাম্পের ঘোষণায় শঙ্কায় ১০ লাখ ভারতীয় : ‘জন্মসূত্রে আমেরিকান নাগরিকত্ব নয়’ ◈ বাংলাদেশ শিল্পকলার সামনে দু'পক্ষের হাতাহাতি, নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ আওয়ামী লীগ অফিসে শুয়ে থাকে হাগু করে এইটা কেমন কথা, পরিস্কার করতে বললেন শেখ হাসিনা!

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:২৮ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজার আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত ৪০ 

সাজ্জাদুল ইসলাম: [২] গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক। উপত্যকাটির মধ্যাঞ্চলে বেশ কয়েকটি আবাসিক ভবনে চালানো এই হামলায় ওই হতাহতের ঘটনা ঘটেছে। গাজার মিডিয়া অফিস বৃহস্পতিবার একথা জানায়। সূত্র : সিজিটিএন, আল-জাজিরা

[৩] বেশ কয়েকটি ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র সিনহুয়াকে জানিয়েছে, বৃহস্পতিবার গাজার দেইর আল-বালাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে কয়েক দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর ফলে এসব বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এতে হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

[৪] মিডিয়া অফিস বলেছে, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রশাসন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি ইসরায়েলকে, চলমান এই অপরাধের জন্য সম্পূর্ণরূপে দায়ী করি এবং ইসরায়েলি সেনারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করার জন্য আমরা বিশ্বের সব বিবেকবান মানুষের কাছে আহ্বান জানাচ্ছি।’ 

[৫] আল জাজিরার তারেক আবু আজউম রাফাহ থেকে জানিয়েছেন, ‘এই ভবনগুলোতে কোনও ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালান হয়।

[৬] গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও সেনা অভিযান চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ২৯ হাজার ৪১০ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৭০ হাজার আহত হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনের শিকার গাজার প্রায় ২০ লাখ বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। সম্পাদনা: ইকবাল খান

এসআই/আইকে/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়