শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:২৮ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজার আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত ৪০ 

সাজ্জাদুল ইসলাম: [২] গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক। উপত্যকাটির মধ্যাঞ্চলে বেশ কয়েকটি আবাসিক ভবনে চালানো এই হামলায় ওই হতাহতের ঘটনা ঘটেছে। গাজার মিডিয়া অফিস বৃহস্পতিবার একথা জানায়। সূত্র : সিজিটিএন, আল-জাজিরা

[৩] বেশ কয়েকটি ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র সিনহুয়াকে জানিয়েছে, বৃহস্পতিবার গাজার দেইর আল-বালাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে কয়েক দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর ফলে এসব বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এতে হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

[৪] মিডিয়া অফিস বলেছে, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রশাসন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি ইসরায়েলকে, চলমান এই অপরাধের জন্য সম্পূর্ণরূপে দায়ী করি এবং ইসরায়েলি সেনারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করার জন্য আমরা বিশ্বের সব বিবেকবান মানুষের কাছে আহ্বান জানাচ্ছি।’ 

[৫] আল জাজিরার তারেক আবু আজউম রাফাহ থেকে জানিয়েছেন, ‘এই ভবনগুলোতে কোনও ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালান হয়।

[৬] গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও সেনা অভিযান চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ২৯ হাজার ৪১০ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৭০ হাজার আহত হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনের শিকার গাজার প্রায় ২০ লাখ বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। সম্পাদনা: ইকবাল খান

এসআই/আইকে/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়