ইমরুল শাহেদ: [২] এ কথা বলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনাকালে পিটিআইয়ের এই নেতা বলেন, তারা জানেন পিটিআইকে নির্বাচনের বাইরে রাখার জন্য চেষ্টা করা হচ্ছে। এজন্য আগে থেকেই কৌশল নির্ধারণ করে রাখা দরকার। তিনি বলেন, ‘আমরা যে কোনো প্রতীকের আওতায় স্বতন্ত্র হিসেবে নির্বাচন করব।’ সূত্র: ডন
[৩] পিটিআই দলের নেতাদের সঙ্গে কথা বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, যে কোনো উপায়েই হোক তারা প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে থাকতে চান। প্রয়োজনে রাজনৈতিক অংশীদার হিসেবে পিএমএল-এন এবং পিপিপির সঙ্গেও আলোচনায় বসতে প্রস্তুত পিটিআই।
[৪] এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা বলেন, ‘আমরা এখনই কোনো দলের সঙ্গে আপোষরফায় যাওয়ার কথা ভাবছি না। শেষ পর্যন্ত যদি আমাদের হাতে পিএমএল-এন ও পিপিপির সঙ্গে আলোচনা করা ছাড়া বিকল্প উপায় না থাকে তাহলে আমরা তাদের সঙ্গে আলোচনায় বসব।’ তিনি বলেন, এ লক্ষ্যে দলের ইশতেহারে ‘রাজনীতির নিরাময়’ বিষয়ক একটি অধ্যায়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।
[৫] খাইবার পাখতুনখোয়ায় ‘সফল’ সম্মেলনের পর বিধিনিষেধ সত্ত্বেও এই নেতা বলেন, দলের লোকদের নির্বাচনমুখী করতে সম্মেলন আয়োজন করার সিদ্ধান্তও নিয়েছে দলটি। যদি নির্বাচন কমিশন তাদেরকে ‘ব্যাট’ প্রতীক বরাদ্দ নাও করে তাহলেও তারা নির্বাচন করবে। সম্পাদনা: ইকবাল খান
আইএস/আইকে/এনএইচ