ববি বিশ্বাস: [২] ফিলিপাইনের মারাউই শহরের মিন্দানাও স্টেট বিশ্ববিদ্যালয়ের ক্যাথলিক সমাবেশে বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে আইএস জানায়, আইএস মিন্দানাও শাখার সদস্যরা এই বিস্ফোরণে জড়িত। সূত্র: আল-জাজিরা
[৩] আইএস-এর এই পোস্টে বলা হয়, ‘খিলাফতের সৈন্যরা মারাউই শহরে খ্রিস্টানদের বিশাল সমাবেশে একটি বিস্ফোরণ ঘটিয়েছে।’
[৪] এর আগে ২০১৭ সালে আইএস-এর পাঁচ মাসব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডে মারাউই শহরে প্রায় ১,০০০ জন নিহত হয়।
[৫] মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ‘ভয়াবহ’ এই সন্ত্রাসী হামলার নিন্দা করে সহিংসতার বিরুদ্ধে ফিলিপিনোদের পাশে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।
[৬] তবে রোববার (৩ ডিসেম্বর) ফিলিপাইনের নিরাপত্তা কর্মকর্তারা এই হামলাটিকে সামরিক অভিযানে নিহত ১১ ইসলামপন্থী সহিংসতাকারী নিহতের ‘সম্ভাব্য প্রতিশোধ’ বলে অভিহিত করেন। সম্পাদনা: ইকবাল খান