শিরোনাম
◈ ২৮০ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূন বিএনপি ◈ রওশন এরশাদ দয়ার ৩টি সিট নেবেন না, তাই নির্বাচনে যাওয়া হচ্ছে না: গোলাম মসিহ ◈ জনগণ স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন: পররাষ্ট্রমন্ত্রী  ◈ দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টার পদত্যাগপত্র গৃহীত  ◈ মানুষের কল্যাণে ডিএসসিএসসি’র প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞানকে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ◈ সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান মারা গেছেন  ◈ মালয়েশিয়ায় ভবন ধস, নিহত ৩ শ্রমিকের সবাই বাংলাদেশি ◈ পাকিস্তানে পারভেজ মোশাররফের সামরিক শাসনকে বৈধতা দেওয়া বিচারকদের বিচার দাবি ◈ ৩০ দিনে সড়কে পুড়েছে ২১২ যানবাহন ◈ অর্থপাচার মামলায় এনু ও রুপনের ৭ বছর করে কারাদণ্ড, ৫২ কোটি টাকা অর্থদণ্ড 

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৪:০১ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল-শিফার তলায় সুড়ঙ্গ পাওয়ার ইসরায়েলি ভিডিও ডাহা মিথ্যা: ফিলিস্তিনি কর্মকর্তা

সাজ্জাদুল ইসলাম: [২] ফিলিস্তিনের গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতাল আল শিফার তলায় ১৮০ ফুট (৫৫ মিটার) দীর্ঘ একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনা বাহিনী। সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা এ দাবিকে ডাহা মিথ্যা বলে নাকচ করে দিয়েছেন। সূত্র : আল-জাজিরা, বিবিসি

[৩] গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মুনির আল-বুরশ আল-শিফা হাসপাতালে হামাসের টানেল পাওয়ার ইসরায়েলের দাবি নাকচ করে দিয়ে বলেছেন, এটি পুরোপুরি ডাহা মিথ্যা। 

[৪] এক্সবার্তায় আইডিএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আল শিফা হাসপাতালে পরিচালিত অভিযানের এক পর্যায়ে সেখানে ৫৫ মিটার (১৮০ ফুট) দীর্ঘ সুড়ঙ্গের খোঁজ পেয়েছে ইসরায়েলি সেনারা। হাসপাতাল কমপ্লেক্সের ৩৮ ফুট (১০ মিটার) নিচ থেকে শুরু হয়েছে সুড়ঙ্গটি।’

[৪] আইডিএফ আরও বলেছে, ‘সুড়ঙ্গটির প্রবেশমুখ বুলেটপ্রুভ দরজাসহ বিভিন্ন সুরক্ষা উপকরণে সজ্জিত। সুড়ঙ্গের ভেতর থেকে বাইরে বন্দুক ও রকেট ছোড়ার ব্যবস্থাও রয়েছে।’

[৫] আইডিএফ দাবি কওে, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমরা বলে যাচ্ছিলাম যে হামাস গাজার সাধারণ বেসামরিক লোকজন এবং হাসপাতালের রোগীদের মানববর্ম হিসেবে ব্যবহার করছে কিন্তু কেউ বিশ্বাস করছিল না। আজ এটি প্রমাণিত হলো।’

[৬] পরে এক বিবৃতিতে ইসরায়েলের সেনা বাহিনী জানিয়েছে, আল শিফা হাসপাতাল কম্পাউন্ডের একটি শেডে থাকা শ্যাফটের মাধ্যমে সুড়ঙ্গটির শুরু। শ্যাফটি খুলে সুড়ঙ্গে প্রবেশ করে ৩৮ ফুট নামলে বুলেটপ্রুফ দরজাটি চোখে পড়বে। সুড়ঙ্গটির ভেতরে হামাসের একটি কমান্ড সেন্টার, অস্ত্র-গোলাবারুদ ও সামরিক প্রযুক্তিগত সরঞ্জামের মজুত রয়েছে।’

[৮] এতে আরও বলা হয়, ‘গাজায় হামাসের যে সুড়ঙ্গ নেটওয়ার্ক রয়েছে তার সঙ্গে এটি যুক্ত। এই সুড়ঙ্গটি দিয়ে হামাসের অন্যান্য ভূগর্ভস্থ কমান্ড সেন্টারেও যাওয়া যায়।’ সম্পাদনা: রাশিদ 

এসআই/আরআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়