বিশ্বজিৎ দত্ত: [২] সন্ত্রাসী যোগাযোগ ও অবৈধ অর্থ নেয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। অন্য দুজন হলেন নিউজ লিংকের সাংবাদিক উরমিলেস ও অভিসর শর্মা।সূত্র: মেঘ নিউজ
[৩] এর বাইরেও আরো ৯ সাংবাদিক ওলেখকের বাড়িতে পুলিশ তল্লাশি অভিযান চালিয়েছে।
[৪] সংবাদমাধ্যম নিউজক্লিকের অর্থায়ন সংক্রান্ত একটি তদন্তের অংশ হিসেবে আজ মঙ্গলবার ভোরে এসব তল্লাশি চালানো হয়। এ সময় অনেকের মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
[৫]অভিযোগ রয়েছে, নিউজক্লিক চীনের কাছ থেকে অবৈধ উপায়ে তহবিল সংগ্রহ করেছে। এটা নিয়ে তদন্ত করা হচ্ছে।
[৬] দিল্লিতে তল্লাশি চালানো হয়েছে নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থ, সাংবাদিক অভিসার শর্মা, অনিন্দ্য চক্রবর্তী, ভাষা সিং, জনপ্রিয় কৌতুকশিল্পী সঞ্জয় রাজৌরা, লেখক গীতা হরিহরণ, ইতিহাসবিদ সোহেল হাসমিসহ কয়েকজনের বাড়িতে।
[৭] মুম্বাইয়ে তিস্তা শিতলবাদের বাড়িতে দিল্লি পুলিশের দল গেছে। তল্লাশি চালানো হয়েছে প্রবীণ সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতার বাড়িতেও। নিউজক্লিকের বিভিন্ন পর্যায়ের কয়েকজন কর্মীর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। ডি রঘুনন্দন ও সঞ্জয় রাজৌরাসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
[৮] গত ১ আগস্ট দিল্লি পুলিশের করা একটি এফআইআরের পরিপ্রেক্ষিতে আজকের এ অভিযান। দমনমূলক আইন ইউএপিএর বিভিন্ন ধারা এতে প্রয়োগ করা হয়েছে। এ এফআইআর হয়েছে সংসদে বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবের এক বক্তব্যের জেরে।
[৯] নিশিকান্ত দুবে অভিযোগ করেন, ‘ভারত বিরোধী’ আবহ তৈরিতে যুক্ত রয়েছেন কংগ্রেস নেতারা। এতে যোগ দিয়েছে কিছু সংবাদমাধ্যমও। আর এ জন্য চীন থেকে তহবিল পেয়েছে নিউজক্লিক।
[১০] দিল্লী প্রেসক্লাব এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে । সরকারকে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত প্রকাশের দাবি জানিয়েছে।
বিডি/এইচএ