শিরোনাম
◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৩, ১১:১০ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২৩, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনি বন্দীর সঙ্গে যৌন সম্পর্ক, ইসরায়েলে নিষিদ্ধ হচ্ছে নারী কারারক্ষী

সাজ্জাদুল ইসলাম: [২] ইসরায়েলের একটি সুরক্ষিত কারাগারে আটক একজন ফিলিস্তিনি বন্দী ও ইসরায়েলি নারী সেনার এমন সম্পর্কের অভিযোগ উঠেছে । এরপরই কারাগারে নারী নিরাপত্তারক্ষী রাখার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি সরকার। সূত্র : বিবিসি

[৩] ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, ওই বন্দীর সঙ্গে শারীরিক সম্পর্ক থাকার কথা স্বীকার করেছে নারী কারারক্ষী। ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর প্রাণঘাতী হামলার জড়িত থাকার অভিযোগে ওই ফিলিস্তিনিকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

[৪] বন্দীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে অভিযুক্ত ওই নারী কারারক্ষী ইসরায়েলের সামরিক বাহিনীতে কর্মরত। আইন অনুযায়ী, ইসরায়েলের অধিকাংশ মানুষকে বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগ দিতে হয়। নারীদের ক্ষেত্রে এই সময়সীমা অন্তত দুই বছর। পুরুষদের ক্ষেত্রে ৩২ মাস।

[৫] অভিযুক্ত ওই ইসরায়েলি নারী কারারক্ষী ও ফিলিস্তিনি বন্দীর নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এ ছাড়া বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় কোন কারাগারে এ ঘটনা ঘটেছে তা–ও জানানো হয়নি।  

[৭] অভিযুক্ত ওই নারী কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এ ঘটনায় তিনি একাই দায়ী নন। আরও চারজন নারী কারারক্ষীর সঙ্গে ওই ফিলিস্তিনি কারাবন্দীর অন্তরঙ্গ সম্পর্ক ছিল। ইসরায়েলের কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ফিলিস্তিনি বন্দীকে আলাদা একটি সেলে স্থানান্তর করা হয়েছে।

[৮] ঘটনাটি জানাজানি হওয়ার পর  শুক্রবার কারাপ্রধান কেটি পেরি এবং জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন–গভির সুরক্ষিত কারাগারে নারী কারারক্ষী রাখার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। ২০২৫ সালের মধ্যে সব কারাগার থেকে নারী কারারক্ষীকে প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন তিনি।

এসআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়