শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০১ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরু বিক্রির মন্তব্যের জন্যে মানেকাকে ১০০ কোটি রুপির মানহানির মামলার নোটিস 

ইকবাল খান: [২] বিজেপি এমপি ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীকে ১০০ কোটি টাকার মানহানি মামলার নোটিস পাঠাল ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাশনেস)। প্রতিষ্ঠানের পক্ষে শুক্রবার জানানো হয়েছে, তাদের পরিচালিত গোশালাগুলি থেকে গোপনে কসাইদের গরু বিক্রি করা হয় বলে মানেকার মন্তব্যের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তারই কারণে এই নোটিস। সূত্র: ভারতের আনন্দবাজার।

[৩] ইসকনের সহ-সভাপতি রাধারমন দাস শুক্রবার বলেন, ‘‘ইসকনের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করার জন্য আমরা মানেকা গান্ধীকে আইনি নোটিস পাঠিয়েছি। ওই নোটিসে তার বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা দায়ের করার হবে বলে জানানো হয়েছে।’’ প্রসঙ্গত, উত্তরপ্রদেশের সুলতানপুরের এমপি মানেকা দীর্ঘ দিন ধরেই বন্যপ্রাণ এবং পশুরক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত।

[৪] বুধবার মানেকা অভিযোগ করেছিলেন অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে ইসকন পরিচালিত গোশালায় গিয়ে তিনি একটিও গরু খুঁজে পাননি। এর পরেই তিনি বলেন, ‘‘ইসকন দেশের সবচেয়ে বড় প্রতারক। তারা গোশালা চালানোর জন্য সরকারি সুবিধা নেয়। আর সেই গোশালার গরু কসাইদের কাছে বিক্রি করে। অনন্তপুরের গোশালার সব গরুকে এ ভাবেই বিক্রি করে দেওয়া হয়েছে।’’ তারই জবাবে এ বার আইনি নোটিস পাঠাল আন্তর্জাতিক ধর্মীয় প্রতিষ্ঠান ইসকন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়