শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪২ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-কানাডা দ্বন্দ্বে বিপাকে শিক্ষার্থীরা

লাবিব হোসেন: [২] কানাডায় শিখ নেতা হারদ্বীপ সিং হত্যার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ প্রকাশ্যে আনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এমন কী শিখ নেতা হত্যার ঘটনা তদন্তে সহযোগীতা করতে ভারতের প্রতি আহবানও জানিয়েছে কানাডার মিত্র যুক্তরাষ্ট্র। সূত্র: সময় টিভি

[৩] এরই মধ্যে গেলো বৃহস্পতিবার থেকে কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করেছে ভারত। এ পরিস্থিতির মধ্যে কানাডার সঙ্গে দ্বন্দ্বে দু’কূল হারানো শংকায় ভারতের শিকরা। ভারতের শিখ সম্প্রদায়ের এই শংকার কথা উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।

[৪] শিখদের বক্তব্য যারা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাদের মোটেও আমরা সমর্থন করি না। তবে যারা কানাডায় বসবাস করছেন এদের মধ্যে আমাদের অনেক কাছের আত্মীয় রয়েছে। তাই দুই দেশের দ্বন্দ্বের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়বে, আমাদের শিখ সম্প্রাদায়ের কমিউনিটিতে। যারাই খালিস্তানের পক্ষে লড়াই করে, অধিকারের জন্য লড়াই করে, পাঞ্জাবের গণভোটের জন্য লড়াই করে, সরকার তাদেরকেই শত্রু হিসেবে দেখে, এবং টার্গেট করে।

[৫] পরিসংখ্যান বলছে ১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারতের মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ শিখ হলেও পাঞ্জাবে তারা সংখ্যা গরিষ্ঠ। আর পাঞ্জাবের বাইরে সবচেয়ে বেশি শিখ বাস করে কানাডায়। শুধু শিখ সম্প্রদায়ই নয়, কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সবচেয়ে বড় উৎস ভারত। গতবছর উত্তর আমেরিকার এই দেশটিতে পড়তে যাওয়া ভারতীয় শিক্ষার্থীদের সংখ্যা ৪৭ শতাংশ বেড়ে ৩ লাখ ২০ হাজারে পৌঁছেছে। তবে দু’দেশের চলমান এই দ্বন্দ্বের মধ্যে কানাডা আর স্টুডেন্ট ভিসা দেবে কিনা বা ভারত কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কিনা তা নিয়ে চিন্তিত শিক্ষার্থীরা।

[৬] অন্যদিকে পরপর দুই খালিস্তান পন্থি শিখ নেতাকে গুলি করে হত্যার পর প্রাণ নাশের শংকায় দিন কাটাচ্ছেন যুক্তরাজ্যে বসবাসরত শিকরা। প্রয়োজনেরও ঘরের বাইরে যেতে ভয় পাচ্ছেন তারা। সাম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া সক্ষাৎকারে এমনটাই জানিয়েছে ব্রিটেনের শিখ নাগরিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়