ইকবাল খান: [২] রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ জাতিসংঘে শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের অন্য মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত রয়েছে। শনিবার নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছায়াযুদ্ধ নয়, বরং রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িত রয়েছে। সূত্র:ভারতের আনন্দবাজার।
[৩] তিনি বলেন, 'আপনি একে যা ইচ্ছা বলতে পারেন। কিন্তু আসল কথা হলো, তারা আমাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নিয়োজিত রয়েছে। আমরা একে হাইব্রিড যুদ্ধ বলতে পারি। তবে তা বাস্তবতাকে বদলায় না।' তিনি আরো বলেন, 'তারা কার্যত আমাদের বিরুদ্ধে বৈরিতায় নিয়োজিত রয়েছে, তারা ইউক্রেনকে মাধ্যম হিসেবে ব্যবহার করছে।'
[৪] আমেরিকা অবশ্য বারবারই বলে এসেছে, তারা ইউক্রেনের পাশে থাকলেও এই যুদ্ধে কোনও দিনই যুক্ত হবে না। সম্প্রতি কৃষ্ণসাগরে রুশ জাহাজঘাঁটিতে ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলায় বহু রুশ নৌ-কর্তার মৃত্যু হয়েছে। ইউক্রেনের ‘স্পেশাল অপারেশনস ফোর্সেস’ (এসওএফ) একটি বিবৃতি দিয়ে নিজেরাই এ দাবি করেছে। এ ধরনের হামলা প্রথম নয়। সাম্প্রতিক কালে রুশ জাহাজ লক্ষ্য করে বহু হামলা চালিয়েছে ইউক্রেন। কখনও আকাশপথে, কখনও সমুদ্র-ড্রোনের সাহায্যে।
[৫] লাভরভ বলেন, ‘ইউক্রেনের হাত-পা-শরীর ব্যবহার করা হচ্ছে ঠিকই, কিন্তু লড়ছে আসলে পশ্চিমই।’ জাতিসংঘের বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে উপস্থিত যাঁরা ইউক্রেন-পরিস্থিতি সম্পর্কে এতটুকু সচেতন, তাঁরা সকলে খুব ভাল করে জানেন, আমেরিকা, ব্রিটেন ও পশ্চিমের আরও কিছু দেশ কী ভাবে ওদের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধ করে চলেছে। আরও আরও অস্ত্র তুলে দিচ্ছে ওদের হাতে।’
আইকে/একে